সীমান্তে টহলদারির সময় বাজ পড়ে বিএসএফ জওয়ানের মৃত্যু
দৈনিক স্টেটসম্যান | ১০ এপ্রিল ২০২৫
সীমান্তে টহলদারির সময় বাজ পড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। মৃতের নাম – দীপক কুমার (৪২)। নকশালবাড়ির এসডিপিও নেহা জৈন বলেন, ‘বাজ পড়ার ফলে এক জওয়ানের মৃত্যু হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।’ এই দুর্ঘটনা নিয়ে বিএসএফের তরফে কিছু জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই ঝড়বৃষ্টি চলছিল ওই এলাকায়। গোটা রাত বিকট শব্দে বাজ পড়ে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১৮ নম্বর ব্যাটালিয়নে ডিউটি করছিলেন ওই জওয়ান। ডিউটি চলাকালীন সূর্যাপুর গ্রামের ২৩ নম্বর গেটে ডিউটি করার সময় বাজ পড়ে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই জওয়ান। আশপাশে থাকা বিএসএফ জওয়ানরা তাঁকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই জওয়ানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।