ঘড়ির কাঁটায় দুপুর দুটো হবে। আচমকাই টেম্পল চেম্বারের মিটার বক্স থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে হাই কোর্ট চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। শোরগোল পড়ে যায় আইনজীবীদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন হাই কোর্টে আসা অন্যান্যরাও। হুড়মুড়িয়ে টেম্পল চেম্বার থেকে বেরিয়ে পড়েন তাঁরা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। এই টেম্পল চেম্বারেই রয়েছে বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক নামজাদা আইনজীবীর চেম্বার। তাই গুরুত্বপূর্ণ নথিপত্রও রয়েছে। সেক্ষেত্রে অগ্নিকাণ্ডে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।