নিরস্ত্র পুলিশের গায়ে হাত আন্দোলনকারীদের! ভিডিও পোস্ট কুণালের
প্রতিদিন | ১০ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই কলকাতার নগরপাল জানিয়েছিলেন, কার্যত বাধ্য হয়েই চাকরি ফেরতে চাওয়া আন্দোলনকারীদের উপর ‘সামান্য বলপ্রয়োগ’ করতে বাধ্য হয়েছিল পুলিশ কর্মীরা। অভিযোগ, নিরস্ত্র উর্দিধারীদের গায়ে হাত তুলেছিল আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সেই দাবির স্বপক্ষে ‘প্রমাণ’ পেশ করল তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে প্রশ্ন করেন, “কসবায় চাকরি চাইতে এটা শান্তিপূর্ণ আন্দোলন? পুলিশকে বিনা প্ররোচনায় মার শান্তিপূর্ণ?”
সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। দিনদুয়েক আগে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন চাকরিহারারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন আশ্বাস। তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের আশ্বাস সত্ত্বেও আন্দোলনের পথ থেকে সরছেন না চাকরিহারাদের একাংশ। চাকরি চাইতে কসবার ডিআই অফিসে ‘চড়াও’ হয় আন্দোলনকারীরা। সেই সময় সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে নিরস্ত্র পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। কুণাল ঘোষ যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, এক পুলিশ কর্মীর পোশাকের কলার ধরে টানাটানি করেন কয়েকজন আন্দোলনকারী। এমনকী, তাঁর গায়ে হাত তুলতেও দেখা গিয়েছে।
এই ভিডিও পোস্ট করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, ‘কসবায় চাকরি চাইতে এটা শান্তিপূর্ণ আন্দোলন? পুলিশকে বিনা প্ররোচনায় মার শান্তিপূর্ণ? চাকরির এই জটিলতার সঙ্গে ডিআই অফিসে হামলার সম্পর্ক কী?’ তিনি আরও প্রশ্ন তোলেন, যেখানে শিক্ষকদের পেটে লাথি আর পিঠে লাঠি মারা নিয়ে বারবার পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে, সেখানে কেন ‘নিরস্ত্র’ পুলিশের উপর ‘হামলা’র ছবি প্রকাশ্যে আনা হচ্ছে না? গল্প ভেস্তে যাওয়ার ভয়ে?