• চাকরিহারাদের অনশনমঞ্চে অভিজিৎ-রুদ্রনীল, ‘রাজ্যের সমাধানের ইচ্ছেই নেই’, বলছেন দিলীপ
    প্রতিদিন | ১০ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যোগ্য’দের নামের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিপ্রার্থীরা। বুধে রাতভর এসএসসি দপ্তরের কাছে ধরনা দেন চাকরিহারাদের একাংশ। বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে অনশন। সেই অনশনমঞ্চে গিয়ে চাকরিহারাদের সঙ্গে কথা বললেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা। ছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। এদিকে দিলীপ ঘোষ বীরভূম থেকে গোটা ঘটনায় একহাত নিলেন সরকারকে। বললেন, “এদের সমস্য়া সমাধানেই ইচ্ছেই নেই।”

    বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ এসএসসি (SSC) দপ্তরের কাছে চাকরিহারাদের অনশনমঞ্চে যান অনশনকারীদের মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay), রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রীকে। ছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। সেখানেই ফের যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি তোলেন অভিজিৎ। সেখানেই প্রশ্ন ওঠে, কেন চিঠি তৈরি করার পরও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করলেন না প্রাক্তন বিচারপতি? নেপথ্যে দলের চাপ? জবাবে অভিজিৎবাবু জানালেন, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তিনি রাত জেগে চিঠি তৈরি করেছিলেন। কিন্তু শিক্ষকদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে। তাতেই তাঁর সিদ্ধান্ত বদল। প্রাক্তন বিচারপতির কথায়, “আমরা বারবার বলছি যোগ্য-অযোগ্যদের লিস্ট বের করুন। ওনারা কী করবেন বুঝতে পারছি না। আমরা আমাদের মতো চেষ্টা করছি।”

    এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল জানালেন, একটা সময়ে তিনি এই দপ্তরের দায়িত্ব ছিলেন। বর্তমান পরিস্থিতিতে চাকরিহারাদের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। পাশাপাশি বর্তমান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও। এদিকে দিলীপ ঘোষ বললেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের মতো করে চেষ্টা করেছিলেন। কিন্তু এই সরকারের সমস্যা সমাধানের ইচ্ছেই নেই।”

    উল্লেখ্য, বুধবার চাকরিহারারা মিছিল ও এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েই জানিয়েছিলেন, তাঁরা চান না এতে রাজনীতির রং লাগুক। আমজনতাকে পাশে চেয়েছিলেন তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকালে অনশনকারীদের মঞ্চে দেখা গেল বিজেপির একাধিক নেতা-নেত্রীকে। এতেই তৃণমূলের দাবি, শিক্ষকদের অসহয়তার সুযোগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও চাকরিহারাদের ভুল বোঝানো হচ্ছে বলেও দাবি ঘাসফুল শিবিরের।
  • Link to this news (প্রতিদিন)