চাকরিহারারা অনশন শুরু করতেই পাশে থাকার বার্তা দিতে হাজির অভিজিৎ, দুষলেন মমতাকে
হিন্দুস্তান টাইমস | ১০ এপ্রিল ২০২৫
চাকরিহারাদের পাশে দাঁড়াতে আজ এসএসসি কার্যালয়ের সামনে বিক্ষোভরত ও অনশনরতদের সঙ্গে সাক্ষাৎ করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। কথা বললেন তাঁদের সঙ্গে। দিলেন সহযোগিতার আশ্বাস। একইসঙ্গে, এদিন ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। অভিযোগ করে বলেন, যা হচ্ছে, সবই মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে।
প্রসঙ্গত, চাকরি বাতিল ও কসবায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং ২০১৬ সালের সকল চাকরিপ্রার্থীর ওএমআর শিট প্রকাশ্যে আনার দাবিতে বৃহস্পতিবার থেকে এসএসসি কার্যালয়ের সামনেই অনশন শুরু করেছেন চাকরিহারাদের একাংশ। তার আগে বুধবার রাতভর এখানেই চাকরিহারারা অবস্থান বিক্ষোভ করেন।
সেই অনশন কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান অভিজিৎ। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তাঁদের বক্তব্য হল, এসএসসি-কে সংশ্লিষ্ট সকলের ওএমআর শিটপ্রকাশ করতেই হবে। অন্যথায় আগামী শনিবার থেকে আরও বৃহত্তর আকারে আন্দোলন শুরু করা হবে।
অভিজিতের অভিযোগ, রাজ্য সরকার চাকরিহারাদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা আসলে মিথ্যা। তিনি বলেন, 'ওসব ভাঁওতাবাজি! তা হলে নিরীহ শিক্ষকদের উপর মামলা করলেন কেন? আসলে ওঁরা জানেন যে ওঁরা অন্যায় করেছেন। তাই ওঁদের সুষ্ঠুভাবে বিষয়টি মেটানোর কোনও ইচ্ছা নেই। ওঁরা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায়, সেটাই করছেন।'
প্রসঙ্গত, এই গোটা বিষয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি লিখবেন বলে জানিয়েছিলেন অভিজিৎ। তিনি জানিয়েছিলেন, তাঁর লেখা সেই চিঠি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে তুলে দেবেন তিনি। যাতে শিক্ষামন্ত্রী সেটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু, বুধবার ব্রাত্যর সঙ্গে সাক্ষাৎ করতে বিকাশ ভবনে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত অভিজিৎ সেখানে যাননি।
যা নিয়ে ইতিমধ্য়েই কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তাদের প্রশ্ন, অভিজিৎ যা করছেন, তাতে আদৌ তাঁর দলীয় নেতৃত্বের অনুমোদন আছে তো? নাকি দল চায়নি বলেই তিনি আর মমতাকে চিঠি দিতে এলেন না? যদিও এদিন অভিজিৎ এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দেন। বলেন, তিনি যা করছেন দলকে জানিয়েই করছেন। দল সম্পূর্ণভাবে তাঁর পাশে রয়েছে।
প্রসঙ্গত, চাকরি বাতিল নিয়ে বারবার মমতাকে দুষেছেন অভিজিৎ। মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে চাকরিহারাদের উদ্দেশে তিনি বলেন, 'যা হচ্ছে, তা তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। একটু পরেই হয়তো পুলিশ এসে এখানেও ঝাঁপিয়ে পড়বে। আমরা সহমর্মিতা জানাতে এসেছি। ভেঙে পড়বেন না। আমরা সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছি।'