• সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ‘অবমাননাকর’ দাবি করে নোটিস আইনজীবীর
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আদালত অবমাননা’র নোটিস পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ দত্ত। ২০১৬ সালের এসএসসির পরীক্ষার প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সেই বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রীর কয়েকটি মন্তব্য ‘আদালত অবমাননাকর’ বলে অভিযোগ উত্তর ২৪ পরগনার বাসিন্দা ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের ট্রাস্টি জনৈক প্রসূন মৈত্রর। তাঁর হয়ে আইনজীবী সিদ্ধার্থ দত্ত ওই নোটিস পাঠিয়েছেন। নিঃশর্তে ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে নোটিসে জানিয়েছেন সেই আইনজীবী।

    গত ৭ এপ্রিল চাকরিহারাদের নিয়ে নেতাজি ইন্ডোরে একটি বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি আর ই রেডি। এই কথা বলার জন্য আমাকে জেলে ভরে দেওয়া হতে পারে। কিন্তু আমি পরোয়া করি না। আপনারা আপনাদের কাজ করুন। কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট।’

    মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আইনি নোটিসে উল্লেখ করে জানানো হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে। ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেটা দ্রুত বলবৎ করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয় সেই নোটিসে। যদিও, এই নোটিস পাঠানো নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত মুখ্যমন্ত্রী সরকারিভাবে কোনও বিবৃতি দেননি।

  • Link to this news (এই সময়)