• 'পেট্রল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও', পুলিশের উপর হামলার দাবিতে পাল্টা পোস্ট লালবাজারের
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • কসবার শিক্ষাভবনে ডিআই অফিসে বিক্ষোভরত চাকরিহারারাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকী, এক চাকরিহারাকে লাথি মারা হয় বলেও অভিযোগ। যদিও পুলিশের পাল্টা দাবি, বিক্ষোভকারীরা আগ্রাসী হয়ে উঠেছিলেন। সেই দাবি জানিয়ে বৃহস্পতিবার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল কলকাতা পুলিশ। তাতে এক আহত পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে। কিন্তু নেটিজেনদের অভিযোগ, ওই ছবি ভুয়ো।

    বুধবার উত্তাল হয়ে উঠেছিল কলকাতা-সহ গোটা রাজ্য। ডিআই অফিসে বিক্ষোভ দেখান চাকরিহারারা। কসবার শিক্ষাভবনে ডিআই দপ্তরের সামনে খণ্ডযুদ্ধ বাধে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, ‘প্রতিবাদকারীদের বলতে শোনা যাচ্ছে, পেট্রল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও।’ এরপরই বিক্ষোভকারীদের রুখতে আসরে নামে পুলিশ।

    ফেসবুক পোস্টে কলকাতা পুলিশের উপর হামলার বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করা হয়েছে। কোনওটায় দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ধরে শাসাচ্ছেন। কোনওটায় মারমুখী হয়ে উঠেছে জনতা। একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে এক পুলিশ কর্মী। তাঁর পায়ে ব্যান্ডেজ।

    এই সব ছবি পোস্ট করে কলকাতা পুলিশের দাবি, ‘কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন যে, কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিওগুলি নাকি গতকালের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে: শুধুমাত্র উপস্থাপনার স্বার্থে একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিও তৈরি হয়েছে। নিচে পৃথক ক্লিপগুলি দেওয়া হল, যার মধ্যে একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে 'পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও' বলতে শোনা যাচ্ছে।’ সঙ্গে কলকাতা পুলিশের সংযোজন, ‘এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।’

    নবান্নে সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকা প্রসঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ বলেছিলেন, ‘সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছিল। পুলিশও গুরুতর আহত। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়।’ তবে পুলিশের লাথি মারা ঠিক হয়নি এবং ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছিলেন তিনি। ওই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) বিদিশা কলিতার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলবও করেছেন লালবাজারের কর্তারা।

  • Link to this news (এই সময়)