• চন্দননগরের আলোয় সেজে উঠছে অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়াম
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • সুজয় মুখোপাধ্যায়

    চন্দননগরের ছেলের আইপিএলে আম্পায়ারিংয়ের খবরের পরে ফের সুখবর ফরাসডাঙায়। এ বার চন্দননগরের জগৎবিখ্যাত আলোয় সেজে উঠল লখনউয়ের অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়াম। সম্প্রতি চন্দননগরের আলোকশিল্পী কৌশিক যাদবের কাছে আইপিএলে–র স্টেডিয়াম আলোকময় করে তোলার বরাত আসে। ইতিমধ্যেই সেই সব আলো পৌঁছে গিয়েছে লখনউ।

    সম্প্রতি চন্দননগরের ১২ জন শিল্পী যান লখনউয়ে। ১০ ফুট বাই ১৬ ফুটের পিক্সেল আলো লাগানো হচ্ছে অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। মূলত, আলোর মাধ্যমে সাতটি রঙ ফুটিয়ে তোলা হবে। স্টেডিয়ামের একদম মাথায় থাকবে সেই আলো। তাতে ফুটে উঠবে ‘হোম অফ লখনউ সুপার জায়ান্টস’ লেখা। এপ্রিলের গোড়াতেই শুরু হয়ে গিয়েছে কাজ। চলবে আগামী ১৮ মে পর্যন্ত।

    এই বরাত আসার পরে খুব তাড়াতাড়ি কাজ করতে হয়েছে কৌশিক ও তাঁর টিমকে। দিনরাত এক করে ৪৫ জন আলোকশিল্পী এই কাজ সম্পূর্ণ করে গন্তব্যে পৌঁছেও দিয়েছেন। এক জন সুপারভাইজ়ার সহ ১২ জন গিয়েছেন লখনউ। তাঁরা স্টেডিয়ামে আলো সেট করবেন।

    কৌশিক যাদব জানান, ইমেলে কয়েক দিন আগে বরাত পান তিনি। স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মারফত তা তাঁর কাছে আসে। সাড়ে ১২ লক্ষ টাকা বাজেট এই কাজের। এর আগে রাজস্থান, দিল্লি, মুম্বই, গুজরাট-সহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন কৌশিক। এমনকী, অযোধ্যাতেও গিয়েছে এখানকার আলো। আইএসএল-সহ বিভিন্ন খেলার মাঠও আলোকিত হয়েছে চন্দননগরের আলোয়।

    দেশের সীমা পার করে চন্দননগরের আলো সেই কবেই বিদেশেও মন জিতে এসেছে। দেশের তাবড় ভিভিআইপির প্রশংসা পেয়েছে বহু প্রাচীন এই আলোর সাজ। তবে এ বারের আইপিএল চন্দননগরবাসীর জন্য একটু বেশিই স্পেশাল। একদিকে তাদের ঘরের ছেলে অভিজিৎ ভট্টাচার্য আইপিএলে আম্পায়ারিং করছেন। সঙ্গে আবার এখানকার আলোয় আলোকিত হতে চলেছে খেলার মাঠ।

    এই প্রসঙ্গে আরও একটি সম্ভাব্য সুখবর পাওয়া গেল কৌশিকের কাছ থেকে। সব কিছু ঠিকঠাক থাকলে আইপিএলের ফাইনাল খেলা যদি ইডেনের মাঠে হয়, তা হলে সেই মাঠ সাজানোর বরাতও পেতে পারে কৌশিকের কোম্পানি রাজা ইলেকট্রিক অ্যান্ড কোং। রাজ্যবাসীর কাছে সে হবে আর এক জোড়া পুরস্কার!

  • Link to this news (এই সময়)