• বাইকে ধাক্কা মেরে নয়নাজুলিতে পড়ল যাত্রী বোঝাই বাস, মৃত ১, আহত কয়েকজন
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • মোটরবাইকে ধাক্কা মেরে নয়নাজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় এক যুবকের মৃত্য়ু হয়েছে। আহত বেশ কয়েকজন। বৃহস্পতিবার মেমারির কাজিডাঙ্গা এলাকার ঘটনা। চালক পলাতক। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুনহাট থেকে ওই বাসটি মেমারি যাচ্ছিল। কাজিডাঙ্গার কাছে নিয়ন্ত্রণ হারান চালক। সেই সময় সামনে চলে আসে একটি বাইকে। তাকেই ধাক্কা মেরে বাস নয়ানজুলিতে পড়ে উল্টে যায়।

    দুর্ঘটনায় প্রদীপ সেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অল্পবিস্তর জখম হয়েছেন বাসের আরও ৩ যাত্রী। মৃত যুবক সাতগাছিয়ার চক্ নারায়ণ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনুার কবলে পড়া যাত্রীদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

    পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়। পরে অবস্থার অবনতি হলে বাইক চালক প্রদীপ সেন-কে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

  • Link to this news (এই সময়)