• এসএসসি দফতরের সামনে শুরু হল চাকরিহারাদের অনশন, নাগরিক সমাজকে পাশে থাকার আর্জি
    আনন্দবাজার | ১০ এপ্রিল ২০২৫
  • এসএসসি দফতরের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হল অনশন। জানানো হয়েছে, ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত। সঙ্গে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদও তাঁদের কর্মসূচিতে রয়েছে। নাগরিক সমাজকে তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সাংবাদিক বৈঠকে জানানো হয়, অনশনে প্রথম বসছেন সারডাঙ্গা হাইস্কুলের শিক্ষক পঙ্কজ রায়।

    এসএসসি দফতরের সামনে বুধবার থেকেই অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েক জন। এ বার তাঁদের মধ্যে থেকেই চার জন অনশনে বসতে চলেছেন। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানিয়েছেন, যত ক্ষণ না যোগ্যদের তালিকা এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশ হবে, তত ক্ষণ পর্যন্ত নড়বেন না তাঁরা। সাংবাদিক বৈঠকে ‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের তরফে সুমন বিশ্বাস বলেন, ‘‘চেয়ারম্যান বলেছেন যোগ্যদের চালিকা প্রকাশ করা হবে। কিন্তু কবে হবে বলেননি। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যদি সত্যই যোগ্যদের চাকরি বাঁচাতে চান, তা হলে এটা প্রকাশ করতে সময় লাগার কথা নয়, কারণ মিরর ইমেজ অনলাইনে রয়েছে।’’ এর পরেই তাঁরা জানান, বুধবার রাতভর শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন তাঁদের একাংশ। অথচ অভিযোগ, তাঁদের ত্রিপল বিছানোরও অনুমতি দেয়নি পুলিশ-প্রশাসন। তাই এ বার রোদবৃষ্টি মাথায় নিয়েই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

    বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছোন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেছেন তাঁরা।

    বুধবার সকাল থেকে চাকরি ফেরানোর দাবিতে জেলায় জেলায় স্কুল শিক্ষা পরিদর্শক (ডিআই)-এর দফতর অভিযান করেছিলেন চাকরিহারাদের একাংশ। তার মাঝেই কসবায় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজপথে মিছিলের ডাক দেওয়া হয়েছে। বেলা ১২টা নাগাদ ‌শিয়ালদহ থেকে মিছিল শুরু হবে। মিছিল হবে রানি রাসমণি পর্যন্ত। এ ছাড়া, শুক্রবার এসএসসি অভিযানেরও ডাক দিয়েছেন চাকরিহারারা। এ বিষয়ে সুমন বলেন, ‘‘আমরা আগেও বলেছি, আত্মত্যাগের জন্য আমরা প্রস্তুত। তাই আমরা লাগাতার অনশন শুরু করতে চলেছি। আপনারা আসুন, সহযোগিতা করুন।’’ উল্লেখ্য, বুধবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এসএসসি দফতরে গিয়েছিলেন সুমনও। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করার পর এসএসসিকে ওএমআরের মিরর ইমেজ প্রকাশের জন্য দু’দিন সময় দিয়েছেন অভিজিৎ। অন্যথায় শনিবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)