• নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে রামলীলায় জমায়েত, ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরিহারাদের, যানজটে রুদ্ধ মধ্য কলকাতা
    আনন্দবাজার | ১০ এপ্রিল ২০২৫
  • শহরে দুই প্রান্তে দুই কর্মসূচি। আর তার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই যানজট কলকাতার বেশ কিছু রাস্তায়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মধ্য কলকাতায়। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। এই কর্মসূচির কারণে যানজট তৈরি হয়েছে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভারে। মল্লিকবাজারমুখী সব রাস্তা, এমনকি পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও যান চলাচল খুব ধীর। ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সিআইটি রোড।

    অন্য দিকে, দুপুর ১২টায় চাকরিহারাদের একটি মিছিল শুরু হচ্ছে শিয়ালদহ থেকে। মিছিলটি শেষ হবে ধর্মতলায়। এই মিছিলে শামিল হওয়ার জন্য নাগরিক সমাজের সকলকেও আহ্বান জানিয়েছেন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোদের একাংশ। তার ফলে দুপুরে নতুন করে যানজট সৃষ্টি হতে পারে মধ্য কলকাতায়। মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট হওয়ায় হাওড়া ব্রিজেও ধীর গতিতে যান চলাচল করছে। ফলে গন্তব্যে যেতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের।

    কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল যাবে মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত। সেই কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হয়েছেন। বাইরে থেকে বহু গাড়ি ঢুকেছে শহরে। ফলে মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মন্থর হয়ে গিয়েছে যান চলাচলের গতি। তুলনায় চাকরিহারাদের কর্মসূচিতে কম সংখ্যক মানুষের জমায়েত হয়েছে। তবে মিছিল শুরু হলে শিয়ালদহ থেকে ধর্মতলামুখী রাস্তায় যান চলাচলের গতি কিছুটা থমকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)