‘১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে চার জেলা থেকে উদ্ধার হয়েছে ২৪০ লক্ষ টাকা’, হাই কোর্টে জানাল যাচাই কমিটি
আনন্দবাজার | ১০ এপ্রিল ২০২৫
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগের ঘটনায় চার জেলা থেকে ‘২৪০ লক্ষ টাকা’ (২৪ কোটি টাকা) উদ্ধার করেছে রাজ্য। বুধবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট দিয়ে এ কথা জানাল যাচাই কমিটি। হাই কোর্টের নির্দেশে এক জন নোডাল অফিসারের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা রয়েছেন।
বৃহস্পতিবার পেশ করা ওই রিপোর্টে জানানো হয়েছে, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় দল রাজ্যে এসেছিল। তারা হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ এবং দার্জিলিং— এই চার জেলায় ‘৫০০ লক্ষেরও’ (৫০ কোটি) বেশি টাকার দুর্নীতির অভিযোগ করেছিল। কেন্দ্রীয় দল জানিয়েছিল, প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্য ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছিল।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআইয়ের তদন্তের আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে। কেন্দ্রের কাছে প্রধান বিচারপতি জানতে চান, ওই চার জেলা বাদে রাজ্যের অন্যত্র ১০০ দিনের কাজ শুরু করা যাবে কি না। বাকি জায়গায় কাজ শুরু হলে কেন্দ্র কি ফান্ড দেওয়া শুরু করবে?
পাশাপাশি উদ্ধার করা টাকা প্রকৃত সুবিধাভোগীদের দেওয়া যায় কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছে হাই কোর্ট। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে ২০২২ সাল থেকে অনুদান বন্ধ রেখেছে কেন্দ্র। ফলে ওই প্রকল্পের কাজ রাজ্য জুড়ে বন্ধ রয়েছে। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘পরবর্তী শুনানির দিন জানাতে হবে কেন জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা দেওয়া হবে না?’’
প্রসঙ্গত, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানান। অন্য দিকে, ‘রাজ্য বনাম কেন্দ্র লড়াই চলুক, কিন্তু আমাদের কাজ এবং মজুরি বন্ধ রয়েছে ফিরিয়ে দেওয়া হোক’, এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সংগঠন। আগামী মে মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।