কলকাতা হাই কোর্ট লাগোয়া বহুতলে আগুন লাগার কারণে আতঙ্ক ছড়াল আইনজীবীদের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে হাই কোর্ট চত্বরে ‘টেম্পল চেম্বার’ নামের ওই বহুতল ভবনে আগুন লাগে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বহুতল ভবনে চেম্বার রয়েছে হাই কোর্টের একাধিক আইনজীবীর। সেখানে চেম্বারে রয়েছে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন আইনজীবীরা। ওই ভবনে থাকা সব আইনজীবীকেই অবশ্য নিরাপদে বাইরে বার করে আনা হয়েছে।
পরে ঘটনাস্থলে যায় দমকলের আরও দু’টি ইঞ্জিন। চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা গিয়েছে।