সাধ ছিল ‘ফেলুদা’য় অভিনয় করার, চিরঞ্জিৎকে এ বার সেই সুযোগ করে দিচ্ছেন কমলেশ্বর, কোন চরিত্রে?
আনন্দবাজার | ১০ এপ্রিল ২০২৫
এক সময় তিনি ফেলুদা চরিত্রে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেই সুযোগ আসেনি কোনও দিন। এ বার ফেলুদার সঙ্গে নাম জড়াতে চলেছে চিরঞ্জিৎ চক্রবর্তীর।
চলতি মাসেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হবে। এ বারের গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’। সিরিজ়ে ফেলুদা, জটায়ু এবং তোপসের চরিত্রে ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র। টলিপাড়া সূত্রে খবর, এই সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিৎ।
সৃজিত মুখোপাধ্যায় পর এই প্রথম ফেলুদা সিরিজ় পরিচালনা করবেন কমলেশ্বর। ২২ এপ্রিল থেকে উত্তরবঙ্গে সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা। হাতে সময় কম। তাই তার আগে পরিচালক কলাকুশলীদের নিয়ে মহড়া দিতে ইচ্ছুক। মহীতোষ চরিত্রের জন্য শুরু থেকেই নাকি চিরঞ্জিতের কথা ভেবেছিলেন পরিচালক। সেইমতো প্রস্তাব যেতেই সম্মতি জানান চিরঞ্জিৎ।
গত বছর ‘নিকষছায়া’ ওয়েব সিরিজ়ে ভাদুড়িমশাই রূপে দর্শকের সামনে উপস্থিত হয়েছিলেন চিরঞ্জিৎ। এ বার ফেলুদা সিরিজ়ে তাঁকে দেখার অপেক্ষা। সিরিজ়টি এ বছরের শেষে মুক্তি পাওয়ার কথা।