অবশেষে স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়। বৃহস্পতিবার ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। চৈত্রের গরমে নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে জেলার বাসিন্দাদের।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার উত্তর-পূর্ব দিকে এর অভিমুখ হতে চলেছে এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় তা শক্তি বাড়িয়ে অবস্থান করবে।
উত্তরবঙ্গের কোচবিহারে দিনভর বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার। সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত একটানা বৃষ্টি হয়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। বোরো ধান চাষ এবং গ্রীষ্মকালীন সবজি চাষে অনেকটাই উপকার হবে বলে জানিয়েছে কৃষি দপ্তর। বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর খেলায় সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ঝাড়গ্রামে আনুমানিক রাত আটটার সময় উত্তর দিক থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যায় ঝাড়গ্রাম জেলা শহর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় একাধিক জায়গায়। ঝাড়গ্রাম গোপীবল্লভপুর, বেলপাহাড়ি, শিলদা, লালগড়, সাঁকরাইল-সহ বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন অংশে। হুগলি জেলায় বলাগড়, চুঁচুড়ায় বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর সদর, খড়্গপুর-সহ জেলার বিভিন্ন এলাকায় আকাশ কালো করে ঘনিয়ে আসে মেঘ রাত সাড়ে ৮টা নাগাদ। বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টিও শুরু হয় রাত ৯টা নাগাদ। পূর্ব বর্ধমান জেলায় ৮:৩০ নাগাদ বজ্রবিদ্যু-সহ শুরু হয় প্রবল বৃষ্টি।