শিশু পাচারের অভিযোগে হুগলিতে গ্রেপ্তার মহিলা চিকিৎসক। ধৃতের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। ধৃতের কাছ থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির উত্তরপাড়ায়। অবাক প্রতিবেশীরাও। পুলিশ জানিয়েছে, মূল ঘটনা মুম্বইয়ের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার চার জন পুলিশের একটি দল বুধবার উত্তরপাড়ায় আসে। তারপর উত্তরপাড়া থানার পুলিশের সাহায্য়ে জ্ঞানেন্দ্র এভিনিউ থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি থেকে একটি পাঁচ বছর ও একটি দুই বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত মহিলা পেশায় দাঁতের চিকিৎসক। ওডিশায় একটি হাসপাতালে কাজ করতেন। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বই পুলিশ। শুক্রবার ভোরে তাঁকে মুম্বাই নিয়ে যাওয়া হবে। একই মামলায় মুম্বাইতে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর।
উত্তরপাড়া থানা সূত্রে খবর, মুম্বইয়ের একটি ঘটনায় উত্তরপাড়ার যোগ খুঁজে পাওয়া যায়। এর পরেই মুম্বই পুলিশের একটি দলটি উত্তরপাড়ায় এসে থানায় রিকুইজিশন জমা দেয়। চন্দননগর পুলিশের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, মহিলার কাছ থেকে দুটি শিশু উদ্ধার হয়েছে। মুম্বইয়ের ঘটনা। এখানকার কোনও বিষয় নয়।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, ‘ছোট থেকেই মহিলাকে চিনি। বাবা-মাকেও চিনতাম। ওঁর বাবা সঞ্জয় ব্যানার্জি রেলে চাকরি করতেন। শুনেছিলাম, ওডিশায় ডাক্তারি পড়তেন, এখানে থাকতেন না। এই ঘটনা অত্যন্ত চিন্তার।’
উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘মহিলা কিছুদিন ধরেই এখানে দুটি বাচ্চা নিয়ে থাকছিলেন। তবে প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মিশতেন না। দুটি বাচ্চা নিয়ে মহিলা এখানে একাই থাকতেন। অপরাধ করলে তাঁকে পুলিশ ধরবেই। কিছু আছে বলেই অত দূর থেকে পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে গিয়েছে।’