• জাহাজ মেরামতির কারখানা হবে, দেদারে চলছে রূপনারায়ণের চরের মাটি কাটা, আতঙ্কে স্থানীয়রা
    এই সময় | ১১ এপ্রিল ২০২৫
  • জাহাজ মেরামতির কারখানা হবে। বড় বড় জাহাজ, ক্রুজ ঢুকবে। তার জন্য রূপনারায়ণ নদীর তীরের মাটি কাটা হচ্ছে পুরোদমে। এমনই অভিযোগ উঠল উলুবেড়িয়ার শ্যামপুরের একটি ইটভাটার বিরুদ্ধে। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দাবি, এ ব্যাপারে তারা কিছুই জানে না।

    এখন যেখানে ইটভাটা রয়েছে, সেখানেই জাহাজ কারখানা হওয়ার কথা রয়েছে। এমনটাই জানিয়েছেন ইটভাটার মালিক শেখ রাশিদুল। তবে তাঁর দাবি, পঞ্চায়েতের থেকে অনুমতি নিয়েই মাটি কাটা হচ্ছে। পাল্টা পঞ্চায়েত জানিয়েছে, অনুমতি নেওয়া তো দূরের কথা, জাহাজ মেরামতির কারখানা তৈরির কথাও তারা জানে না।

    এদিকে রূপনারায়ণ নদীর চরের মাটি কাটায় সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শুধু নদী চর নয়, নদীর বাঁধের পাশের মাটিও দেদার কাটা হচ্ছে। এভাবে চলতে থাকলে বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ে গোটা গ্রাম ভেসে যেতে পারে।

    ইটভাটার মালিক অবশ্য এসব মানতে নারাজ। রাশিদুলের সাফ কথা, তিনি সরকারকে রাজস্ব দিয়ে ইটভাটার মাটি কাটছেন। এতে কারও কিছু বলার নেই। বুধবার দুপুরে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেবেন তাঁরা।

    এই প্রসঙ্গে শ্যামপুরের ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি নদেবাসী জানা বলেন, ‘যদি বেআইনি কাজ হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল।

  • Link to this news (এই সময়)