• সবজির খেতে ভয়াবহ আগুন, পুড়ে গেল আমভর্তি গাছও
    এই সময় | ১১ এপ্রিল ২০২৫
  • ভরা সবজির খেতে দাউদাউ আগুন। শুধু সবজিই নয়, আগুনের আঁচে পুড়ে গেল আম গাছও। ভদ্রেশ্বর থানা এলাকায় শ্বেতপুর লাগোয়া দিল্লি রোডের ধারে সবজির খেতে আগুন লাগে। বুধবার দুপুরের ঘটনা। আগুন নেভাতে চন্দননগর ও ভদ্রেশ্বর থেকে ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শুকনো ঘাসের জঙ্গল থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান দমকলকর্মীদের। গোটা মাঠ জুড়ে আগুন ছড়িয়ে পরায় নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এর আগেও এ ভাবে জমিতে আগুন লেগেছিল বলে অভিযোগ চাষিদের। এর আগে আগুনের কারণে একাধিক আম গাছ নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ। কী ভাবে আগুন লেগেছিল সেটা অবশ্য জানা যায়নি।

    ক্ষতিগ্রস্ত চাষি রামচন্দ্র হালদার বলেন, ‘কী ভাবে আগুন লাগছে তা বলতে পারব না। আমি হঠাৎ করে খবর পেলাম, মাঠে আগুন লেগেছে। এসে দেখি দাউ দাউ করে জ্বলছে। কোথা থেকে আগুন লাগছে বলতে পারব না। গাছে আম রয়েছে, সমস্ত গাছ পুড়ে গিয়েছে।’

    ভদ্রেশ্বর ফায়ার ব্রিগেডের ওসি শ্যামসুন্দর পন্ডিত জানান, জঙ্গলে অনেক সময়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুকনো সময়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কাছাকাছি আম বাগান রয়েছে, চেষ্টা করা হয়েছে যাতে বাগানটাকে বাঁচানো যায়। তিনি আরও জানান, হাওয়ার গতিবেগ খুব বেশি থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে।

    ভদ্রেশ্বর ফায়ার ব্রিগেডের ওসি শ্যামসুন্দর পন্ডিত জানান, জঙ্গলে অনেক সময়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুকনো সময়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কাছাকাছি আম বাগান রয়েছে, চেষ্টা করা হয়েছে যাতে বাগানটাকে বাঁচানো যায়। তিনি আরও জানান, হাওয়ার গতিবেগ খুব বেশি থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে।

  • Link to this news (এই সময়)