• ২৪ এপ্রিল শিলিগুড়িতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
    আজকাল | ১১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসে ২৪ ও ২৫ এপ্রিল আন্তর্জাতিক সান্তাল কাউন্সিলের ৯তম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ফাঁসিদেওয়া সন্তোষিণী হাইস্কুল মাঠে। আর সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার সদস্য চুনিয়া মুর্মু। তিনি আরও জানান, এই বিষয়ে রাষ্ট্রপতি দপ্তর থেকে ইতিমধ্যেই তারা ইমেল মারফত রাষ্ট্রপতির উপস্থিত থাকার প্রতিশ্রুতি পেয়েছেন। ওই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী এবং  সিকিমের মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত।

    এই দু’ দিনে তালিকায় রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান। আদিবাসীদের ঐতিহ্য, সংস্কৃতি এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে। প্রায় ৮ টি ভাগে এই অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতি অনুষ্ঠানে এক মাত্রা যোগ করবে বলে মত উদ্যোক্তাদের।
  • Link to this news (আজকাল)