• উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কামরায় কালো ধোঁয়া, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
    আজকাল | ১১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কামরায় আগুনের আতঙ্ক। বৃহস্পতিবার দিনহাটার বামনহাট স্টেশন থেকে শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ার আগেই ট্রেনের ওয়ান-বি এসি কামরায় আচমকাই ধোঁয়া লক্ষ্য করেন যাত্রীরা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেক যাত্রী হুড়োহুড়ি করে কামরা থেকে বেরিয়ে নামতে শুরু করেন। রেল পুলিশ ও আধিকারিকরা ছুটে আসেন। খুব দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।রেলকর্মীরা ধোঁয়ার উৎস শনাক্ত করে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা নেন। প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেই এই ধোঁয়া সৃষ্টি হয়েছে। 

    রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখেন। দ্রুততার সঙ্গে  সমস্যার সমাধান করা হয়েছে। কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং সকল যাত্রী নিরাপদে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ট্রেনটি শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়। যাত্রীদের মধ্যে একপ্রকার আতঙ্কের পরিবেশ তৈরি হলেও, রেলের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

    এবিষয়ে এক যাত্রী জানান, আমি দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেসের ওয়ান-বি এসি কামরায় উঠতে যাচ্ছিলাম। সেই সময় দেখি ট্রেনের এসি কোচ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তখনই আমি দুই একজনকে বলি। তারপর যাত্রীরা তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন। পরে রেল আধিকারিকরা ছুটে আসেন এবং বিষয়টি দেখেন। রেল আধিকারিকদের বিশেষ অনুরোধ কেন বারবার এই ধরনের ঘটনা ঘটে, সেটা একটু যেন দেখা হয়।

    এদিন এবিষয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ধোঁয়া দেখে স্মোক ডিটেক্টর অ্যালার্ম বেজে উঠেছিল। সেই সময় আমাদের রেলকর্মীরা যারা ছিলেন তারা সেখানে গিয়ে ধোঁয়ার উৎস শনাক্ত করে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা নেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রেনটি শিয়ালদহের উদ্দেশে রওনা দেন বলে জানান তিনি।
  • Link to this news (আজকাল)