• রাজ্যে নতুন উৎপাদন কেন্দ্র তৈরির ভাবনা বিড়লা-নু-র
    আজকাল | ১১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সিকে বিড়লা গ্রুপের হোম ও বিল্ডিং প্রোডাক্টস এবং পরিষেবা সংস্থা বিড়লা-নু লিমিটেড (পূর্বতন এইচআইএল লিমিটেড) পূর্ব ভারতে তাদের উৎপাদন ক্ষমতার সম্প্রসারণ এবং অধিগ্রহণের মাধ্যমে অর্গানিক ও ইনঅর্গানিক ক্ষেত্রে বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে চায়। পশ্চিমবঙ্গে এই সংস্থাটি তাদের বাণিজ্য ক্ষেত্র আরও মজবুত করার পরিকল্পনা নিয়েছে বলে সংস্থার পক্ষে জানানো হয়েছে।

    সম্প্রতি সংস্থাটি ঘোষণা করেছে, আগামী তিন বছরে তারা প্রায় ১,৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। যাতে আগামী চার বছরে তাদের বিক্রি দ্বিগুণ করা যায়। ২০২৩-২৪ অর্থবছরে সংস্থার রাজস্ব ছিল ৩,৩৭৫ কোটি টাকা।

    বুধবার কলকাতায় সংস্থার এমডি ও সিইও অক্ষত শেঠ বলেন, 'পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের অন্যান্য অংশে আমাদের কৌশলগত বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আমাদের মোট আয়ের প্রায় ২৪% এই অঞ্চল থেকে আসে। পশ্চিমবঙ্গ আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ বাজার ছিল এবং আমরা এখানে নতুন ব্যবসায়িক সুযোগ খুঁজছি।'

    বর্তমানে বিড়লা-নু-র ভারতে ৩০টি উৎপাদন কেন্দ্র রয়েছে, পাশাপাশি জার্মানি ও অস্ট্রিয়ায় আরও দুটি ইউনিট রয়েছে। সংস্থার পণ্য ও পরিষেবা বর্তমানে ৮০টিরও বেশি দেশে সক্রিয়। সংস্থার চিফ বিজনেস অফিসার বিজয় লাহোটি বলেন, 'পশ্চিমবঙ্গে নির্মাণ রাসায়নিক তৈরির জন্য আমাদের 'কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার' রয়েছে।  তবে অন্যান্য পণ্য বাইরের রাজ্য থেকে আনা হয়। প্রয়োজনে আমরা পশ্চিমবঙ্গে একটি নতুন উৎপাদন কেন্দ্র স্থাপনের কথাও ভাবতে পারি।'

    বিনিয়োগের মাধ্যমে রাজ্যের শিল্পোন্নয়নের সম্ভাবনা আরও বাড়বে বলে আশাবাদী সংস্থা।
  • Link to this news (আজকাল)