খাবার না পেয়ে কাঁদছিল ছোট বোন, খিচুড়ি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি দিদির...
আজকাল | ১১ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে না খেয়ে ছিল ছোট্ট বোন। খিদের জন্য ক্রমাগত কেঁদে চলেছিল সে। বোনের কান্না থামানোর জন্য এক ছুটে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে দিদি আনতে যাচ্ছিল খিচুড়ি। আর তা করতে গিয়েই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর -নাজির মহালদারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম নাবিজা খাতুন (১১)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে নাবিজার ছোট বোন খিদের জন্য বাড়িতে কান্নাকাটি করছিল। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খোলার পর সেখানে রান্না শেষ হলে নাবিজা হাতে একটি পাত্র নিয়ে এক ছুটে সেখান থেকে বোনের জন্য খিচুড়ি আনতে দৌড়য়।
ঠিক সেই সময় স্থানীয় একটি ইটভাটার মাঠে মাটি ফেলে চলে যাওয়ার সময় একটি ট্রাক্টর দুরন্ত গতিতে ছোট্ট নাবিজাকে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে বেপরোয়া গতিতে চলে যায় ওই ঘাতক গাড়িটি।
স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় নাবিজাকে উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেল্লাল শেখ নামে নামে মৃতার এক আত্মীয় বলেন ,'নিজের ছোট বোনকে খুব ভালবাসত নাবিজা। আজ সকালে বোনের জন্য স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সে খিচুড়ি আনতে যাচ্ছিল। সেই সময়ে দ্রুতগতিতে থাকা ট্রাক্টরটি নাবিজাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।' এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাড়া করে ঘাতক টাক্টরটিকে আটক করে ফেলে। তবে তার চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ভগবানগোলা থানার পুলিশ ট্রাক্টর চালক ও গাড়ির মালিকের খোঁজ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় একাধিক ইটভাটা থাকায় প্রায় প্রতিদিনই ওই রাস্তা দিয়ে প্রচুর ট্রাক্টর দ্রুত গতিতে মাটি নিয়ে ইটভাটায় ফেলে আবার দ্রুতগতিতে গন্তব্যের দিকে ফিরে যায়। বেশি 'ট্রিপ' করার জন্য ট্রাক্টর চালকদের তাড়া থাকায় এবং নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে এই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।