আজকাল ওয়েবডেস্ক: সিগন্যাল বিভ্রাটের জেরে শিয়ালদহ ডিভিশনের দুই শাখায় ট্রেন চলাচলে বিভ্রাট। বৃহস্পতিবার বিকেলের পর বারাসত স্টেশন সংলগ্ন এলাকায় হাসনাবাদ শাখা এবং বনগাঁ শাখায় এই গোলমালের জেরে ব্যাপক ভোগান্তিতে পড়েন নিত্য যাত্রীরা। হাসনাবাদ শাখায় প্রায় একঘন্টা এবং বনগাঁ শাখাতেও এক ঘন্টার কাছাকাছি এই সিগন্যাল বিভ্রাট ছিল। আপ এবং ডাউন, দুই লাইনেই এই বিভ্রাট দেখা যায়।
এই বিষয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'পয়েন্টের গোলমালের কারণেই এই সিগন্যাল বিভ্রাট দেখা যায়। হাসনাবাদ শাখায় এদিন বিকেল ৫টা নাগাদ আপ এবং ডাউন লাইনে সিগন্যাল বিভ্রাট তৈরি হয়। ৫টা ৫৩ মিনিট নাগাদ বিভ্রাট ঠিকঠাক করে ফের স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। অন্যদিকে বনগাঁ লাইনে বিকেল ৪টে থেকে ৪টে ৪০ মিনিট পর্যন্ত এই বিভ্রাট ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার কিছুক্ষণের জন্য সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যা দূর করে ট্রেন আবার স্বাভাবিক গতিতে চলাচল শুরু করে।'
এই বিভ্রাটের মূল কারণ হিসেবে একলব্য জানিয়েছেন, লাইনের উপর প্লাস্টিক, থার্মোকল-সহ নানারকম ময়লা ফেলার জন্য এই সমস্যা তৈরি হচ্ছে। তাঁর কথায়, লাইনের পয়েন্টে যদি প্লাস্টিক বা এই জাতীয় কিছু ঢুকে যায় তবে তা ঠিকঠাক কাজ করে না। যার জেরেই তৈরি হয় সিগন্যাল সমস্যা। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাই ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন। একলব্য বলেন, 'বারবার যাত্রী বা অন্যান্যদের কাছে আমরা অনুরোধ করছি যেন তাঁরা লাইনের উপর কোনও ময়লা না ফেলেন। কারণ, কিছু লোকের উদাসীনতায় ভোগান্তিতে পড়ছেন এক বিপুল সংখ্যক জনসাধারণ।'