• এবার ঘরে বসেই মিলবে সমবায় থেকে ঋণ, বড় সিদ্ধান্ত রাজ্যের
    দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৫
  • লক্ষ লক্ষ গ্রাহকের জন্য সুখবর। সমবায় থেকে ঋণ নেওয়ার পদ্ধতি আরও সরল করার পথে হাঁটল রাজ্য। এবার ঘরে বসেই সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপকুমার মজুমদার শিলিগুড়ি থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। লেনদেনে স্বচ্ছতা রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যেহেতু পিওএসের মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঋণের টাকা পৌঁছে যাবে, তাই দিন-রাত যে কোনও সময়ই পরিষেবা মিলবে। মন্ত্রী বলেন, ‘সমবায়গুলি খুবই ভালোভাবে কাজ করছে। রিভিউ মিটিংয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

    সমস্ত গ্রাহকের তথ্য একত্রিত করতে ডিসেম্বর থেকে গ্রাহকের কেওয়াইসি নেওয়া শুরু হয়েছে। সবমিলিয়ে সমবায়ের ৭০ শতাংশ গ্রাহকের কেওয়াইসি এখনও পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। বাকি কাজও খুব দ্রুত গতিতে চলছে। চলতি বছর জানুয়ারি মাসে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়ে ডিজিটালাইজেশনের বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরেই গ্রাহকদের কেওয়াইসি শুরু হয়। রাজ্যের সমস্ত গ্রাহকের কেওয়াইসি নেওয়ার কাজ শেষ হলে তাঁদের এটিএমের কার্ডের মতো একটি কার্ড দেওয়া হবে। ওই কার্ড ব্যবহার করে যে কোনও সময় অনলাইনে ঋণের টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

    সমবায় দপ্তর সূত্রে খবর, এতদিন পর্যন্ত কাগজে-কলমে টাকা জমানো, ঋণ নেওয়ার প্রক্রিয়া চলত। এর ফলে সময় যেমন বেশি লাগত, ঠিক তেমনই হিসাব নিয়ে জটিলতা তৈরি হত। আর এখন থেকে দপ্তরের কর্মীদের কাছে পিওএস থাকবে। সেই পিওএস মেশিনের মাধ্যমে ঋণ দেওয়ার কাজ হবে। প্রয়োজনে বাড়িতে গিয়েও ঋণ দেওয়া যাবে। মন্ত্রী বলেন, ‘এই ব্যবস্থা চালুর ফলে অর্থ লেনদেনে যেমন স্বচ্ছতা আসবে, তেমনই সমবায়ের গ্রাহকরা উপকৃত হবেন।’ বুধবার-বৃহস্পতিবার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের সব জেলার সমবায়ের চেয়ারম্যান, আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি। শনিবার পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে শিলিগুড়িতে বৈঠক করবেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপকুমার মজুমদার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)