মমতার ব্যক্তিগত জীবন নিয়ে প্রাক্তন বিচারপতির বিতর্কিত পোস্ট, নিন্দার ঝড়
দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বাঙালিদের প্রতি তির্যক মন্তব্য একজন প্রাক্তন বিচারপতির। বুধবার সমাজমাধ্যমে তাঁর এই বিতর্কিত পোস্ট ঘিরে সমাজ মাধ্যমে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। নিন্দার ঝড় উঠেছে বর্ষীয়ান ওই বিচারপতির বিরুদ্ধে। বাধ্য হয়ে তাঁর ফেসবুক পোস্ট মুছে দিতে বাধ্য হলেন।
তবে সামাজিক মাধ্যম থেকে পোস্ট মুছে দিলেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি ওই বিচারপতিকে সপাটে চড় কষানোর হুঁশিয়ারি দিয়েছেন। কুণাল ওই বিচারপতির পোস্টের একটি স্ক্রিনশট তুলে সেটি ফেসবুকে পোস্ট করে মন্তব্য করেছেন, ‘এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব!’
জানা গিয়েছে, কুণালের হুঁশিয়ারিতেই ভয় পেয়েছেন ওই বিচারপতি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বুধবার রাতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন পোস্ট করলেও বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার পর আসর সেই পোস্ট দেখা যাচ্ছে না। অনেকেই ধারনা করছেন, কুণালের হুমকি এবং সামাজিক মাধ্যমে বাঙালিদের সাঁড়াশি চাপে পড়ে বিতর্কিত পোস্টটি মুছে দিয়েছেন ওই প্রাক্তন বিচারপতি।
প্রসঙ্গত এই ঘটনা নতুন নয়। ওই প্রাক্তন বিচারপতি এর আগেও একাধিকবার সামাজিক মাধ্যমে নানান বিতর্কিত পোস্ট করেছেন। এরপর বিতর্ক শুরু হতেই সেই পোস্ট মুছে দিয়েছেন। গত পাঁচ বছর ধরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এই কাণ্ড করে আসছেন বলে জানা গিয়েছে। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী এবং বাঙালিদের নিয়ে মন্তব্য করে সমাজ মাধ্যমে বিতর্কে জড়িয়েছিলেন। হাথরসের ঘটনায় মন্তব্যের জেরেও তাঁর বিরুদ্ধে বিতর্কের সৃষ্টি হয়। পরে তিনি সেই দুটি পোস্টও মুছে দিতে বাধ্য হন।
সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতির এই মন্তব্য ঘিরে হতবাক হয়েছেন অনেকে। বাম নেতা সুজন চক্রবর্তী থেকে শুরু করে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য, কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী সকলেই প্রাক্তন বিচারপতির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। একজন প্রাক্তন বিচারপতির পক্ষে এটি শোভা পায় না বলে তাঁরা দাবি করেছেন।