জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরি বাতিলের আবহে এবার আন্দোলনে পার্শ্বশিক্ষকরা। বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পেন ডাউন কর্মসূচি ঘোষণা করলেন তাঁরা। কবে? ১৬ ও ১৭ এপ্রিল। সঙ্গে গণ কনভেশন, ডিএম অফিস ঘেরাও।
রাজ্যের বহু স্কুলেই পর্যাপ্ত শিক্ষক নেই। উত্সশ্রী পোর্টালের মাধ্যমে আবার গ্রাম ছেড়ে শহরে চলে যান অনেকেই। ফলে স্কুল চালাতে এখন ভরসা এই পার্শ্বশিক্ষকরাই। পরিস্থিতি এমনই যে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের খাতাও দেখতে হচ্ছে তাঁদের। কিন্তু পূর্ণ সময়ের শিক্ষকের তুলনায় পার্শ্বশিক্ষকদের বেতন অনেকটাই কম।
এদিকে সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক। এই পরিস্থিতিতে বঞ্চনার অভিযোগে আন্দোলনে ডাক দিলেন পার্শ্বশিক্ষকরা। একটি সংগঠনও তৈরি করেছেন তাঁরা। নাম, 'বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ'। আজ, বৃহস্পতিবার হুগলির ফুরফুরা শরীফে যান সংগঠনের সদস্য। জানান, '২৩ তারিখ আমরা ২৪ থেকে ৪০ হাজার সমস্ত কর্মচারীরা মিলে বিকাশভবন অভিযান করব। আমরা দেখে নিতে চাই, মানুষের কণ্ঠস্বর বেশি নাকি সরকারের জুলুমবাজি বেশি'।
আন্দোলনকারীদের সাফ কথা, 'প্যারা টিচারদের উপর চাপ আগেও ছিল, এখন আরও বেড়ে গেল। আমরা আগেও দাবি করেছি, এখনও দাবি করছি, আমরা কেন অভুক্ত থাকব? কেন বঞ্চিত থাকব'? সমস্ত পার্শ্ব শিক্ষকদের অনুরোধ করব, আপনারা নিজেদের পায়ে কুড়ুন না মেরে, দলমত নির্বিশেষে একসাথে আসুন। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, 'আমরা যেমন ছাত্রছাত্রীর প্রতি মানবিক, তিনি যেন আমাদের দিকটাও মানবিকভাবে দেখেন'।