• এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন চাকরিহারা শিক্ষকরা! মমতার কথা শুনেছেন আগেই
    হিন্দুস্তান টাইমস | ১১ এপ্রিল ২০২৫
  • এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন চাকরিহারারা।শুক্রবার চাকরিহারারা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলে খবর। এদিকে শুক্রবারই চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের কথা রয়েছে। আর সেদিনই দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে চাকরিহারা শিক্ষকদের। শুক্রবার বেলা ৩টের সময় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে শিক্ষা দফতরের দুজন পদস্থ কর্তাও উপস্থিত থাকবেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও উপস্থিত থাকবেন সেই বৈঠকে।

    সব মিলিয়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ৮ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এই মিটিংয়ে।

    এর আগে চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পরে কার্যত চরম হতাশা প্রকাশ করেন তাঁরা। সব মিলিয়ে কার্যত দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের এখন একটাই দাবি যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে দিক সরকার। তাহলে হয়তো তাদের চাকরি রক্ষা করা সম্ভব?

    একেবারে অনিশ্চিত ভবিষ্যৎ। আগামী দিনে কী হবে সেটা বুঝতে পারছেন না চাকরিহারারা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। আগামী মাসের প্রথমে বেতন পাবেন কি না সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তুমুল অনিশ্চয়তা। রাতের ঘুম উড়ে গিয়েছে অনেকের। তবে এসবের মধ্য়েই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। এবার শিক্ষামন্ত্রী কী বার্তা দেন সেটাই দেখার।

    এদিকে কসবার ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন শিক্ষকরা। সেখানে তাঁদের পুলিশের লাঠিপেটা খেতে হয়েছে। তারপর কী বলেছিলেন ব্রাত্য বসু?

    ব্রাত্য বসু বলেছিলেন, ডিআই অফিসে গেছিলেন কেন? সেদিন নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী ওই বার্তা দেওয়ার পর। ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক এগুলো যেমন সত্যি, আবার এটাও সত্যি মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে মিটিংয়ের পর ওদের নেতৃস্থানীয়ের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি, আমরা তাদের সর্বোতভাবে আইনি প্রক্রিয়ায় কী ভাবে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সেব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। এই শুক্রবার বা শনিবার। সেই তারিখও ঠিক হয়ে গেছে। আপনি যে সরকারের কাছে দাবি করছেন, সরকার আপনাদের সর্বোতভাবে সাহায্য করছে। SSC যখন দেখা করতে চাইছে দেখা করছে। আমাদের সঙ্গে মিটিং চলছে। তাহলে আন্দোলন কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। সেটা এমনভাবে করতে হবে যাতে সরকার হাত না তুলে নেয়। ওনারা যাই করুন, আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওদের ধৈর্য রাখা উচিত। কোনও প্ররোচনা থাকলে সংরবরণ করা উচিত।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)