• চা-বাগান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল জঙ্গলে, হঠাৎ খাঁচাতেই মৃত্যু চিতার, বিরলতম ঘটনার সাক্ষী মালবাজার...
    আজকাল | ১১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উদ্ধার করে জঙ্গলে নিয়ে যাওয়ার পথে খাঁচাতেই মৃত্যু হল একটি চিতাবাঘের। অস্বাভাবিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মালবাজারের ডামডিম সংলগ্ন গুড হোপ চা বাগানে। জানা গিয়েছে গুডহোপ চা বাগানের ১০ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় পূর্ণবয়স্ক পুরুষ এই চিতাবাঘটি ধরা পড়ে। বনকর্মীরা সেটিকে খাঁচা সমেত উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথেই সেই চিতাবাঘের মৃত্যু হয়। মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই ময়নাতদন্ত করা হয়েছে।

    বিগত দু’দিন টানা গরমের পর বুধবার রাত থেকেই ডুয়ার্সের আকাশ ছিল মেঘাচ্ছন্ন ছিল। বৃহস্পতিবার ভোর রাত থেকে বিভিন্ন এলাকায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। স্থানীয় শ্রমিক বীরু নায়েক, চন্দ্রা মুন্ডা জানান, প্রবল বৃষ্টির মাঝে চা বাগান থেকে চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়েছিল। বনকর্মীরা এসে খাঁচাসমেত চিতাবাঘটিকে নিয়ে যান। পরবর্তীকালে জানা যায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। অনেক ক্ষেত্রেই অতিরিক্ত ছুটোছুটি করার কারণে কিম্বা ভয় পেয়ে হৃদযন্ত্র বিকল হয়ে বাইসনের মৃত্যুর ঘটনা ঘটতে দেখা যায়। তবে চিতাবাঘের ক্ষেত্রে এমন ঘটনা বিরল।

    তাই খাঁচায় ধরা পড়ার পর চিতাবাঘটির মৃত্যু কিভাবে হল তাই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। স্থানীয় শ্রমিকদের মতে, রৌদ্রজ্বল আবহাওয়ার কারণে চা বাগানের বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন ধরে কীটনাশক স্প্রে করা হয়েছিল। বৃষ্টির কারণে সেই কীটনাশক জলে ধুয়ে বাগানের বিভিন্ন জায়গায় জমে থাকতে পারে। সেই জল পান করার ফলে বিষক্রিয়ার কারণে চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে। আবার আগে থেকে অসুস্থ থাকার ফলেও ঘটে থাকতে পারে এই ঘটনা। তবে চিতাটির দেহে কোনও চোট-আঘাতের চিহ্ন ছিল না বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)