• একসঙ্গে উদ্ধার ৪১টি সাপ, মেমারির ঘটনায় চাঞ্চল্য
    আজকাল | ১১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানের মেমারি থানার পারিজাতনগরে একসঙ্গে উদ্ধার হল ৪১টি জ্যান্ত সাপ। খবর ছড়িয়ে যেতেই আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায়। সাপের উপদ্রবের কথা ভেবে রীতিমত আতঙ্ক গ্রাস করে বসে স্থানীয় বাসিন্দাদের। তবে বাড়াবাড়ি হওয়ার আগেই স্থানীয় একজন যুবক সাহসের সঙ্গে সাপগুলিকে উদ্ধার করেন। উদ্ধার করা সাপগুলিকে কৌটোয় ভরে মেমারির নদীপুরের বন দপ্তরের অফিসে নিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা ওই যুবকের নাম সজীব মল্লিক।

    তিনি জানান, তাঁর অল্পস্বল্প সাপ ধরার অভ্যাস আছে। বাজার থেকে বাড়ি যাবার সময় উদয়পল্লী পশ্চিমপাড়ায় হৈ চৈ শুনে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। সাপের ঘটনা জানতকে পেরে সেগুলিকে কৌটোয় ভরে স্থানীয়দের সহায়তায় সাপগুলিকে বনদপ্তরের অফিসে পৌঁছে দেন। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ‘এই সাপগুলি সংখ্যায় ৪১টি। একটি সাপ ছাড়া বাকিগুলি বাচ্চা। তবে প্রত্যেকটি সাপই নির্বিষ প্রজাতির। এর কামড়ে মানুষের কোনও ক্ষতি হয় না। সাধারণত এই ধরনের সাপ ঘরচিতি নামে পরিচিত। এদের দেখা পেলে ভয় না পেয়ে বনদপ্তরে খবর দেওয়া উচিত।
  • Link to this news (আজকাল)