আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। আচমকা এমন ঘটনা ঘটবে স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি. আচমকা তাঁর কপালে সিঁদুর পরিয়ে দিল এক যুবক। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বালুরঘাটে। ঘটনার পরে পরিবারের অন্য সদস্যরা ওই তরুণীকে উদ্ধার করে। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে গ্রামের মোড়লদের সহায়তায় একটি আলোচনা বৈঠকও ডাকা হয়। কিন্তু অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে সেখানে যোগ দিতে অস্বীকার করায়, বিষয়টি থানা অবধি গড়ায়। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার পরে গ্রামের মোড়লরা বিষয়টি নিয়ে আলোচনা চাইলেও, অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে শামিল না হওয়ায় শেষপর্যন্ত বুধবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তিনি ওই তরুণের চরম শাস্তি দাবি করেছেন। এদিন বিকেলে তার বাবা, কাকা ও মামাকে সঙ্গে নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
জানা গিয়েছে, গত ৭ এপ্রিল তপনের এক গ্রামের একুশ বছর বয়সি তরুণী তার কাকিমার বাবার বাড়ি বালুরঘাটের গ্রামে বেড়াতে এসেছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরাও সঙ্গে ছিল। অভিযোগ, দুপুরের খাওয়াদাওয়ার পর বাড়ির অন্যান্য মহিলাদের সাথেই বাড়ির সামনের পার্কিং করে রাখা একটি টোটোতে বসে ওই তরুণী গল্পগুজব করছিলেন।
ওই সময় স্থানীয় এক তরুণ আচমকা তরুণীর সামনে এসে সকলের সামনেই তার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ে ওই তরুণী। আকস্মিকতা কাটিয়ে ওঠার আগেই ওই তরুণ তাঁর জামাকাপড় ধরে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।