• বর্জ্য সংগ্রহের বালতিতে কিউআর কোড, গাড়িতে জিপিএসে নজরদারি
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্জ্য সংগ্রহের বালতিতে কিউআর কোড। জঞ্জাল বহনের গাড়িতে জিপিএসে নজরদারি। জলপাইগুড়িতে চালু হল স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। বৃহস্পতিবার ময়নাগুড়িতে ওই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। গ্রামাঞ্চলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার রাজ্যে প্রথম জলপাইগুড়িতেই চালু হল বলে দাবি দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার। 

    কী এই স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প? অতিরিক্ত জেলাশাসক রৌণক আগরওয়াল (জেলা পরিষদ) বলেন, বাড়ি বাড়ি থেকে ঠিকমতো বর্জ্য সংগ্রহ করা হচ্ছে কি না, কিংবা জঞ্জাল সংগ্রহে যে গাড়িগুলি দেওয়া হয়েছে, সেগুলি ঠিকমতো কাজ করছে কি না, প্রযুক্তির ব্যবহারে তার উপর সরাসরি নজরদারি চালানো যাবে। এজন্য বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে। বাড়ি বা দোকান-বাজার  থেকে যখন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জঞ্জাল সংগ্রহ করবেন, তখন তাঁরা নিজেদের কাছে থাকা মোবাইলে ওই অ্যাপে গিয়ে বালতির গায়ে সাঁটানো কিউআর কোড স্ক্যান করবেন। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাড়ি বা দোকানের মালিকের নাম চলে আসবে। ওই বাড়ি বা দোকান থেকে কতটা বর্জ্য সংগ্রহ করা হল, সেই বর্জ্য পৃথকীকরণ করা ছিল কি না, সবটাই অ্যাপে তুলতে হবে। এক্ষেত্রে বর্জ্য সংগ্রহের প্রতিটি গাড়িতে জিপিএস থাকছে। 

    অতিরিক্ত জেলাশাসক আরও বলেন, গাড়ির রুট নির্দিষ্ট করা থাকবে। কোন গাড়ি কখন, কোথায় রয়েছে, তা জানা যাবে। জেলা প্রশাসনের পাশাপাশি বিডিও অফিস থেকেও ওই অ্যাপে নজরদারি চালানো হবে। কোথাও কোনও গাফিলতি নজরে এলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর, পুর এলাকাতেও স্মার্ট এসডব্লুএম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।  

    মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজনৈতিক ইস্যু তৈরির জন্য কেউ কেউ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ইউনিট তৈরি নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। গ্রামের মানুষকে বোঝানো হচ্ছে, যেখানে ওই প্রকল্প হবে, সেখানে দুর্গন্ধ ছড়াবে। আদৌও তা নয়। ফলে যারা অপপ্রচার চালানোর চেষ্টা করছেন, তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি মানুষকে বোঝাতে হবে। অনেক জায়গায় এসডব্লুএম প্রকল্প করার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। অনেকে আবার স্বেচ্ছায় জমি দিতে চাইছেন। হেঁশেলের তরিতরকারির খোসা থেকে খুব ভালো জৈবসার তৈরি হয়। ওই সার বিক্রি করে বাড়তি আয় করতে পারবে পঞ্চায়েতগুলি। তাছাড়া যেভাবেই হোক প্লাস্টিক দমন করতে হবে। রাজ্যে এখনও পর্যন্ত ৩২ হাজার ৮৭৭টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হয়েছে। প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট হয়েছে ৮৪টি। 

     স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধনে দুই মন্ত্রী। - নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)