• মেঘলা আকাশ ও মৃদুমন্দ বাতাসে স্বস্তি
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: চৈত্রের গুমোট গরম থেকে অনেকটাই রেহাই পেল গৌড়বঙ্গ। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। আগামী দু’দিন এমন আবহাওয়াই বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, হাল্কা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। বাতাসের গড় গতিবেগ অনেকটা বৃদ্ধি পাওয়ায় ঘামে ভেজা শরীর নিয়ে হাঁসফাঁস করতে হয়নি মানুষকে। ভ্যাপসা গরম থেকে রেহাই মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিন জেলার বাসিন্দারা।

    বৃহস্পতিবার সকাল থেকে মালদহে আকাশ ছিল মেঘলা। দমকা বাতাসও বয়েছে। চৈত্রের এই মিঠে আবহাওয়া উপভোগ্য ছিল সারাদিনই। এমন আবহাওয়া আরও কয়েকদিন বজায় থাকলে স্বস্তি দীর্ঘায়িত হবে বলে আশাবাদী সকলে। সম্প্রতি মালদহের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। প্রবল গরমে তীব্র শারীরিক অস্বস্তিতে নাকাল হচ্ছিলেন মানুষ। মালদহ জেলা আবহাওয়া দপ্তরের পদস্থ আধিকারিক তপনকুমার দাস বলেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। বৃহস্পতিবার মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় আট থেকে নয় ডিগ্রি কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি কম। বাতাসের গড় গতিবেগ ছিল প্রায় ৯ নটিক্যাল মাইল যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি। স্বাভাবিকভাবে মানুষ স্বস্তিতে।  এদিকে, মেঘলা আকাশ সঙ্গে ঝোরো হওয়া। দফায় দফায় বজ্রগর্ভ মাঝারি বৃষ্টিতে গরমের রেশ কমল উত্তর দিনাজপুরেও। এদিন সকাল থেকে মনোরম আবহাওয়ার জেরে ২৪ ঘণ্টায় রায়গঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৬ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ডিগ্রি। সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, বৃহস্পতিবারের মতো শুক্র, শনি এবং রবিবারও মনোরম আবহাওয়া বজায় থাকবে উত্তর দিনাজপুর জেলায়। এদিকে, একটানা গরমের মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে কৃষি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে ঝড়ো হাওয়া বৃষ্টির জন্য জেলার বিস্তীর্ণ এলাকার কাঁচা আম গাছ থেকে ঝরে গিয়েছে। দক্ষিণ দিনাজপুরেও ছিল মেঘলা আবহাওয়া। তবে গতকাল রাতে কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এদিন বৃষ্টি হয়নি। মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১২তারিখ পর্যন্ত জেলাজুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা খানিকটা কমেছে। জেলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর বলেন, শুক্রবার থেকে জেলাজুড়ে বৃষ্টিপাত হবে। সব মিলিয়ে চৈত্রে কিছুটা হলেও স্বস্তি গৌড়বঙ্গবাসী।  বৃষ্টি নামার আগে তড়িঘড়ি ঢেকে দেওয়া হচ্ছে ধান। সামসিতে তোলা নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)