• একুশের বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃতদের শ্রদ্ধা জানাল তৃণমূল
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত চারজনকে জোরপাটকিতে শ্রদ্ধা জানাল তৃণমূল কংগ্রেস ও স্মৃতি রক্ষা কমিটি। এদিন জোরপাটকির আমতলি এমএসকের মাঠে তৈরি শহিদ বেদিতে শ্রদ্ধা জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তৃণমূল শ্রমিক কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান, মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সহ অন্যরা। 

    একইসঙ্গে জোরপাটকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চৌপথিতে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন এবং অঞ্চল সভাপতি কেশব বর্মন। মৃতদের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি। 

    উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়ে চারজনকে মেরে ফেলে। তাঁদের শ্রদ্ধা জানাতেই প্রতিবছর শহিদ দিবস পালন করা হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রতিটি পরিবারের পাশে রয়েছি আমরা। 

    প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের দিন মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলি এমএসকেতে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা চারজনকে গুলি করে কেন্দ্রীয় বাহিনী। এই মৃত্যুর ঘটনাকে ঘিরে গোটা রাজ্য তোলপাড় হয়ে ওঠে। মৃতদের পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন মুখ্যমন্ত্রী। নিহত চারটি পরিবারের একজন করে চাকরি দেওয়া সহ রাজ্য সরকার ক্ষতিপূরণও দিয়েছে। এদিন শহিদ স্মরণ অনুষ্ঠানে মৃতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

    আইএনটিটিইউসি’র জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান বলেন, পরিবারের লোকজন সহ এলাকার মানুষদের নিয়ে স্মৃতিরক্ষা কমিটি তৈরি করা হয়েছে। সবার উদ্যোগে প্রতিবছর দিনটি পালন করা হয়। তৃণমূলের ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন বলেন, এদিন স্মরণসভা সহ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি আমরা। আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)