আন্ডারগ্রাউন্ড কেবল পাতায় রাস্তার পাশে আলগা মাটি বৃষ্টিতে মৃত্যুফাঁদ!
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: এক রাতের বৃষ্টিতে আলগা মাটি সরে গিয়ে রাস্তার ধারে গর্ত বেরিয়ে এসেছে। কোথাও রাস্তার পাশ দিয়ে সুড়ঙ্গের চেহারা নিয়েছে। আবার কোথাও আপাত মসৃণ রাস্তা ভেবে সেখানে পা বা গাড়ির চাকা উঠতেই নরম মাটি বসে গিয়ে গর্তের মধ্যে আটকে গিয়েছে।
বুধবার রাতের ঝড়বৃষ্টির পর শহরের বিভিন্ন এলাকায় রাস্তা এভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে সুভাষপল্লি, হাকিমপাড়া, ডাবগ্রাম, কলেজপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় এমন দৃশ্য দেখা যায়। শহরে বিদ্যুতের লাইন মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। সেই আন্ডারগ্রাউন্ড কেবল পাতার জন্য বহু এলাকায় রাস্তার ধার কাটা হয়েছে। অভিযোগ, সেই গর্ত বোজাতে কোনওরকমে মাটি চাপা দেওয়া হয়েছে। ফলে বৃষ্টিতে সেই মাটি আলগা থেকে গিয়েছে। যা যথেষ্টই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে অনেকেরই পা গর্তের মধ্যে ঢুকে যায়। অনেকের গাড়ির চাকা ফেঁসে যায়। কোথাও রাস্তার ধারে লম্বা সুড়ঙ্গ তৈরি হয়। যেখানে যেখানে কেবল পাতা হয়েছে সেখানেই এই ঝুঁকি তৈরি হয়েছে। এই ঘটনায় অনেকেই বুঝতে পারছেন না রাস্তার ধার দিয়ে যাওয়া নিরাপদ কি না।
বিষয়টি পুরসভার নজরে এসেছে। শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলছে। এদিন সকাল থেকেই এ ধরনের বেশকিছু ঘটনার খবর পেয়েছি, নিজেও দেখেছি। যেখানে রাস্তা বসে গর্ত হয়ে গিয়েছে সেখানে মাটি, পাথর ফেলে ভর্তি করে দেওয়া হয়েছে। তবে বৃষ্টি হওয়ায় আলগা মাটি কিছটা বসেছে। রাস্তার ধার এ ধরনের ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরম মাটিতে বসে গিয়েছে গাড়ির চাকা। - নিজস্ব চিত্র।