তিন মিনিটে কম্পিউটার গেম বানিয়ে ইন্ডিয়া রেকর্ডসে কালিয়াগঞ্জের আর্চক
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: তিন মিনিটের কম সময়ে কম্পিউটার গেম বানিয়ে কালিয়াগঞ্জের চতুর্থ শ্রেণির ছাত্র জায়গা করে নিল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। এই কৃতী ছাত্রের নাম আর্চক দাস। সে কালিয়াগঞ্জের একটি বেসরকারি স্কুলের ছাত্র। ৯ বছর ৮ মাস বয়সি প্রতিভাবান আর্চক কে নিয়ে খুশির আবহ তৈরি হয়েছে কালিয়াগঞ্জ শহরে।
আর্চক জানিয়েছে, সে ২ মিনিট ৫৬ সেকেন্ডের মধ্যে ভিডিও গেম বানিয়েছে। সেই কারণে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নাম উঠেছে। কম্পিউটারে কোডিং করে সে এই গেম বানিয়েছে। এই গেম বানাতে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহযোগিতা করেছে। আগামী দিনে তার চেষ্টা থাকবে ১ মিনিটের মধ্যে গেম বানানোর। ২৪ মার্চ স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। সংস্থার তরফে তাকে শংসাপত্র, মেডেল সহ বিভিন্ন উপহার পাঠিয়েছে। কালিয়াগঞ্জের স্কুল পাড়ার বাসিন্দা অর্চকের বাবা নীরঞ্জন দাস ব্যবসায়ী ও মা সন্তোষী দাস সাহা গৃহবধূ। আর্চকের এই সাফল্যে ভীষণ আনন্দিত তার বাবা মা। বাবা নীরঞ্জন দাস বলেন, স্কুল থেকেই কোডিং করে গেম তৈরি শিখিয়েছে। ছেলে ২ মিনিট ৫৬ সেকেন্ডে গেম তৈরি করেছে। এর আগে একজন ২ মিনিট ৫৮ সেকেন্ডে গেম তৈরি করে পুরস্কার পেয়েছিল। ছেলেকে নিয়ে গর্ব হচ্ছে। আগামীতে গিনেস বুক অফ রেকর্ডসে এজন্য আবেদন করব। মা সন্তোষী দাস সাহা বলেন, ছেলের সাফল্যে গর্ব হচ্ছে। ছেলে কালিয়াগঞ্জের পাশাপাশি জেলার নাম উজ্জ্বল করেছে। ছেলে লেখাপড়ার পাশাপাশি যেভাবে পোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটার গেম তৈরি করেছে তা অন্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে। ওর এই সাফলে শিক্ষক শিক্ষিকাদেরও অবদান রয়েছে। নিজস্ব চিত্র