জয়পুরের মদনমোহনপুরে রাধাদামোদর ও লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার জয়পুরের মদনমোহনপুরে রাধাদামোদর ও লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই উপলক্ষ্যে এদিন গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন জয়পুরের বিডিও দেবজ্যোতি পাত্র, জয়পুর থানার ওসি কৌশিক হাজরা, মন্দির কমিটির সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সম্পাদক মিন্টু সিংহ মহাপাত্র প্রমুখ।
মন্দির কমিটির সভাপতি বলেন, জয়পুরের মদনমোহনপুরে একটি ছোট লোকনাথ ও রাধাদামোদর মন্দির ছিল। সেখানে বড় আকারের মন্দির স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তাতে প্রচুর মানুষের সাড়া পড়ে। একই মন্দিরে পাশাপাশি দুই কক্ষে দেবতারা থাকবেন। শীঘ্রই মন্দির নির্মাণের কাজ শুরু হবে।
মন্দির কমিটির সম্পাদক বলেন, লোকনাথ বাবার বহু ভক্ত থাকলেও এলাকায় খুব বেশি মন্দির নেই। তাঁদের কথা ভেবেই একটি লোকনাথ বাবার ধাম তৈরির পরিকল্পনা করা হয়। সেই মতো জয়পুর থেকে গোকুলনগর যাওয়ার রাস্তার ধারে মদনমোহনপুরে একটি পূর্ণাঙ্গ মন্দির স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে লোকনাথ বাবা এবং রাধাদামোদরের বিগ্রহ থাকবে। জয়পুর সহ আশেপাশের গ্রামের মানুষের মধ্যে ভালো সাড়া পাওয়া গিয়েছে।
কমিটি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহিলারা ১০৮টি কলস নিয়ে প্রায় দু’কিলোমিটার দূরে জয়পুরের সমুদ্রবাঁধে জল আনতে যান। তা আনার পর পুরোহিতরা বিশেষ পুজো শুরু করেন। সারাদিন ধরে কীর্তন হয়। এছাড়াও দুপুরে ভক্তদের প্রসাদ বিলি করা হয়।-নিজস্ব চিত্র