• ভুয়ো নথি দিয়ে জমি রেজিস্ট্রি, ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: ছ’ জনের বিরুদ্ধে ভুয়ো রেকর্ড দেখিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগ দায়ের করলেন পলাশীপাড়া সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার দীপায়ন গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে তিনি থানায় অভিযোগ করেছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখানও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। 

    দীপায়নবাবু লিখিত অভিযোগে জানিয়েছেন, জানুয়ারি মাসে পলাশীপাড়া থানার ধরমপুর ধুরকুণ্ড এলাকার কয়েক বিঘা জমি আর এস রেকর্ড দেখিয়ে চারটি দলিলে রেজিস্ট্রি করানো হয়। একটি ভুয়ো এল আর রেকর্ড দেখিয়ে এই রেজিস্ট্রি করানো হয়। সেই সময়ে আধার কার্ড, প্যান কার্ডের ছবি মিলিয়ে রেজিস্ট্রি করা হয়েছিল। পরে ওই জমির প্রকৃত মালিকরা তাঁর কাছে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তিনি তেহট্ট-২ ব্লকের বিএলএলআরও-কে বিষয়টি তদন্ত করতে চিঠি লেখেন।  বিএলআরও তদন্ত করে তাঁকে জানান যে, ভুয়ো নথি দিয়ে রেজিস্ট্রি করা হয়েছে। ওই জমির বর্তমান এলআর রেকর্ডের সঙ্গে দলিলে থাকা এলআর রেকর্ডের কোনও মিল নেই। রেজিস্ট্রি অফিসকে বিভ্রান্ত করে এই রেজিস্ট্রি হয়েছে। এরপর সাব রেজিস্ট্রার নিজে আবার বিষয়টি তদন্ত করেন। সেই তদন্তেও একই বিষয় নজরে আসে। এরপর বুধবার সন্ধ্যাবেলায় তিনি ছ’ জনের নামে পলাশীপাড়া থানায় অভিযোগ করেন।

    পুলিস সুত্রে জানা গিয়েছে, সাব রেজিস্ট্রারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখানো কেউ গ্রেপ্তার হয়নি। 

    দীপায়নবাবু বলেন, যখন রেজিস্ট্রি হয় তখন আমরা যিনি জমি দিচ্ছেন আর যিনি জমি নিচ্ছেন তাঁদের পরিচয় পত্র দেখি। রেজিস্ট্রির সময়ে সবকিছু খতিয়ে দেখা হয়ে ওঠে না। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত করে জানা যায় ভুয়ো নথি দিয়ে এই রেজিস্ট্রি হয়েছে। আমাদের দপ্তরের নির্দেশ মতো এই ধরনের ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে হয়। সেই মতো আমি বুধবার সন্ধ্যাবেলায় পলাশীপাড়া থানায় ছ’ জনের নামে লিখিত অভিযোগ করেছি। 
  • Link to this news (বর্তমান)