• জঙ্গিপুর মহকুমাজুড়ে ইন্টারনেট বন্ধে সমস্যায় ব্যবসায়ী থেকে পড়ুয়ারা
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা,জঙ্গিপুর: গত মঙ্গলবার থেকে জঙ্গিপুর মহকুমাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ। প্রশাসনের তরফে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় বিভিন্ন অফিস-আদালত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজকর্ম চালাতে খুব সমস্যা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে চাকরিপ্রার্থীরা সমস্যায় পড়েছে। দিনের অনেকটা সময় নেট ঘাঁটতে অভ্যস্ত যুবসমাজও এনিয়ে তিতিবিরক্ত। প্রয়োজনের তাগিদে ইন্টারনেটের জন্য কেউ কেউ আবার পাশের জেলা বীরভূমে ছুটছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান বলেন, এলাকায় কোনওরকম অশান্তি বা বিশৃঙ্খলা নেই। মন্ত্রী সবাইকে ঐক্য, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে শহরে যা ঘটেছে-তা কাম্য নয়। যে বা যারা আইন নিজ হাতে তুলে নিয়েছে, পুলিস তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে। কাউকে অহেতুক হয়রানি করবে না। এখন জঙ্গিপুরে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও অশান্তি নেই। সবাইকে সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।

    মঙ্গলবার বিকেলে রঘুনাথগঞ্জের উমরপুর ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারী ও পুলিসের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। এমনকী, পুলিসের গাড়ি ভাঙচুর করে দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এরপরই রঘুনাথগঞ্জ থানা এলাকায় ১৬৩নম্বর ধারা জারি করে পুলিস। ওইদিন সন্ধ্যা থেকেই জঙ্গিপুর মহকুমাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ। 

    রঘুনাথগঞ্জের বাসিন্দা রেখা খাতুন বলেন, ছেলে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সেটা পুরোটাই অনলাইন নির্ভর। ইন্টারনেট বন্ধ থাকায় ঠিকমতো প্রস্তুতি হচ্ছে না। ফলে ছেলে খুব টেনশনে রয়েছে। অনলাইনে ক্লাস করতে বীরভূমে এক আত্মীয়ের বাড়িতে পাঠাচ্ছি। জঙ্গিপুরের পুরনো বাসস্ট্যান্ডে নইম শেখের চায়ের দোকান রয়েছে। তিনি বলেন, মাসে ২০হাজার টাকার বেশি অনলাইনে লেনদেন হয়ে থাকে। ইন্টারনেট না থাকায় ইউপিআই লেনদেন হচ্ছে না। কিছুটা নগদে হচ্ছে। কিছু খদ্দের পরে টাকা দেবে বলে জানাচ্ছে। তাতে অনেক টাকা বাকি পড়ে যাচ্ছে।

    সাগরদিঘির বাসিন্দা দিলওয়ার হোসেন বলেন, আমাদের এলাকায় কোনও ঝামেলা হয়নি। তবু ইন্টারনেট বন্ধ থাকায় অসুবিধা হচ্ছে। যে যুবকরা সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেম খেলতে ব্যস্ত থাকে, তারাও এখন চায়ের দোকানে গল্প করে সময় কাটাচ্ছে।

    বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জে পুলিসের তরফে স্থানীয় মৌলবী ও বিশিষ্টদের নিয়ে আলোচনা সভা হয়। সেখানে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের মাধ্যমে কিছু ভুয়ো ও অসত্য খবর ছড়িয়ে পড়ছে। তাই ভালোর জন্যই প্রশাসন নেট পরিষেবা বন্ধ রেখেছে। জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং বলেন, সব ঠিকঠাক থাকলে শুক্রবার সন্ধ্যা নাগাদ ইন্টারনেট পরিষেবা চালু হবে।
  • Link to this news (বর্তমান)