রান্না নিয়ে ঝামেলা, মা মামারবাড়ি চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা ছেলের
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, কান্দি: তরকারি পছন্দ হয়নি কিশোরের। তা নিয়ে মা ছেলের ঝামেলা। অভিযোগ, এই অভিমানে মা বাপেরবাড়ি চলে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ছেলে। বুধবার রাতে সালার থানার দক্ষিণখণ্ড গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুন্দর চট্টোপাধ্যায়(১৭)। কোনও অভিযোগ না হওয়ায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্ত করিয়েছে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সুন্দরের বাবা বাদল চট্টোপাধ্যায় কর্মসূত্রে বাইরে থাকেন। একমাত্র দিদির বিয়ে হয়ে যাওয়ায় কিশোর ও তার মা বাড়িতে থাকতেন। বুধবার দুপুরে ভাত খাওয়ার সময় মা-ছেলের ঝগড়া বেধে যায়। যে তরকারি রান্না হয়েছিল, তা ওই কিশোরের পছন্দ হয়নি। বিকেলের দিকে তার মা অভিমানে বাপের বাড়ি চলে যান। ফলে ওই কিশোর বাড়িতে একাই ছিল।
এরপর সন্ধ্যা থেকে সুন্দরেরও খোঁজ মিলছিল না। তার জেঠতুতো দাদা সৌরভ চট্টোপাধ্যায় বলেন, সন্ধ্যার পর থেকে ভাইকে সারা গ্রামে তন্নতন্ন করে খুঁজেছি। পরে ভোরের দিকে কাকার ফোন পেয়ে বাড়ির দরজা ভাঙতে যাই। তখন দেখি, দরজার কাছে পাপোশের উপর চাবি পড়ে আছে। ওই চাবি নিয়ে দরজা খুলতেই ভাইকে সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখি। এরপর থানায় খবর দিই।
মৃতের দিদি স্নিগ্ধা চট্টোপাধ্যায় বলেন, ভাইয়ের মৃত্যুর খবর পেয়েই চলে এসেছি। কী কারণে এমন ঘটনা ঘটল জানি না। পুলিস ঘটনার তদন্ত করুক।
মৃতের ঠাকুমা সহতি চট্টোপাধ্যায় বলেন, খাবারের তরকারি নিয়ে মাঝেমধ্যেই ওদের মা-ছেলের ঝামেলা হতো। ওইদিন দুপুরেও সাদামাটা তরকারি দাদুভাইয়ের পছন্দ হয়নি। ওর একটু মাছ কিংবা মাংস হলে ভালো হয়। ওইদিন সেটা হয়নি। যদিও আমি ওকে সোয়াবিনের তরকারি নেওয়ার জন্য ডেকেছিলাম। ও অন্যদিন এলেও ওইদিন আসেনি। এরপর বউমা বাড়ি থেকে চলে যায়। হয়তো এনিয়ে অভিমানেই নাতি এমন ঘটনা ঘটিয়েছে।