• রেজিনগরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হিংস্র জন্তুর আক্রমণে মৃত্যু, দাবি
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দু’দিন নিখোঁজ থাকার পর ধানের জমি থেকে এক বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে রেজিনগর থানার নারকেলবাড়িতে ভাগীরথীর ঘাট লাগোয়া এলাকায় এঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বালানন্দ বিশ্বাস(৬৩)। তাঁর বাড়ি রেজিনগরের রামপাড়া হাটপাড়ায়। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।  স্থানীয়দের দাবি, নির্জন এলাকা হওয়ায় কোনও হিংস্র জন্তু দেহ খুবলে খেয়েছে। মৃতের পরিবার জানিয়েছে, বালানন্দবাবু মঙ্গলবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাঁর সন্ধান পায়নি। এরপর বুধবার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তারপর বৃহস্পতিবার সকালে ধানের জমি থেকে ওই নিখোঁজ বৃদ্ধের দেহ উদ্ধার হয়। ভাগীরথী নদীর ঘাটের পাশে চাষের জমির মধ্যে তাঁর খুবলে খাওয়া দেহ দেখে স্থানীয় বাসিন্দারা আঁতকে ওঠেন। খবর জানাজানি হতেই নিখোঁজের পরিবারের সদস্যরা এসে পৌঁছন। রেজিনগর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। তাঁর পরিবারের লোকজন পোশাক দেখে দেহ শনাক্ত করে। পুলিস বালানন্দবাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরের পুলিস মর্গে পাঠায়। কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হল-তা পুলিস খতিয়ে দেখছে।

    রেজিনগর থানার এক পুলিস আধিকারিক বলেন, বুধবার সন্ধ্যায় বৃদ্ধের নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা একটি ডায়েরি করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা খোঁজাখুঁজি শুরু করি। হঠাৎ এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে। কীভাবে মৃত্যু হল, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বোঝা যাবে। বৃদ্ধের এক ছেলে বলেন, বাবা সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। বাড়িতে বলে যান, কিছুক্ষণ পরেই ফিরবেন। কিন্তু তিনি আর ফেরেননি। দু’দিন ধরে বাবার কোনও খোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজির পর আমরা থানায় নিখোঁজ ডায়েরি করি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মাঠে এসে দেখি, ভয়ঙ্কর কাণ্ড। কীভাবে বাবার মৃত্যু হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। আমার বাবা অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতা ছিল না। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)