• হাইকোর্টের পাশে টেম্পল চেম্বার বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্ট চত্বরে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার। এদিন আদালতের পাশের অ্যাডভোকেটদের টেম্পল চেম্বার ভবনের নীচে মিটার বক্সে কোনওভাবে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে। তবে, কাজের দিনে ব্যস্ত সময়ে এই ঘটনায় স্বাভাবিকভাবেই হুলস্থুল পড়ে যায়। রাস্তায় বেরিয়ে আসেন আইনজীবী থেকে শুরু করে হাইকোর্টে বিভিন্ন কাজে আসা মানুষজন।

    কলকাতা হাইকোর্টের উত্তর দিকের গেটের কাছে ৬ নম্বর ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে রয়েছে টেম্পল চেম্বার, যা অ্যাডভোকেটদের চেম্বার বলেই পরিচিত। সেখানে অনেক আইনজীবীর অফিস ঘর রয়েছে। এদিন বেলা ১টা ৫০ মিনিটে আচমকা ভবনটির মিটার বক্সে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। অপরিসর জায়গা। তার উপর ওই চত্বরে বহু গাড়ি দাঁড়িয়ে থাকে। এমন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে যায়। সকলে প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে, দমকলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ফলে, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিস। কোনওভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।
  • Link to this news (বর্তমান)