হরিপালে টাওয়ার বসানোর নামে প্রতারণা, তিন বছর পর গ্রেপ্তার মূল অভিযুক্ত
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, তারকেশ্বর: হরিপালে মোবাইল টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকার প্রতারণায় তিনবছর পর গ্রেপ্তার করা হল মূল অভিযুক্তকে। ধৃতের নাম বুদ্ধদেব মাঝি। বাড়ি পুরুলিয়া। মধ্যমগ্রামের ভাড়া থাকতেন তিনি।
২০২২ সালে হরিশপুর গ্রামের বাসিন্দা নিধন মালিক হরিপাল থানায় অভিযোগ জানান, একটি কোম্পানি ফোনের মাধ্যমে জানায়, মোবাইলের টাওয়ার বসানোর জন্য তাঁর জমি সার্ভে করা হয়েছে। সেই জমিতে তারা একটি নামী কোম্পানির টাওয়ার বসাতে ইচ্ছুক। এর মাধ্যমে টাকা উপার্জন হবে জমি মালিকের। তাঁর ছেলেকেও চাকরি দেওয়া হবে। কোম্পানির প্রস্তাবে খুশি হয়ে রাজি হয়ে যান নিধন মল্লিক। ভুয়ো কোম্পানি মোবাইল ফোন মারফত বিভিন্ন পরামর্শ দিতে থাকে তাঁকে। মোবাইল টাওয়ার ইনস্টলেশনের বিভিন্ন কাজের খরচ হিসেবে ধাপে ধাপে বিভিন্ন রকমের টাকা কোম্পানির অ্যাকাউন্টে পাঠাতে থাকেন। এইভাবে মোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা তিনি পাঠিয়ে দেন। পরে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। গত ১৯ ডিসেম্বর ২০২২ তারিখ অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় একটি মামলা রুজু হয়। বিভিন্ন রকম তথ্যের ভিত্তিতে হুগলি জেলা পুলিস প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড বুদ্ধদেব মাজিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে বুধবার গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে চন্দননগর মহুকুমা আদালতে পেশ করে হরিপাল থানার পুলিস। আদালত তাকে ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এর আগেও ধৃত বুদ্ধদেব মাঝিকে সিআইডি একই ধরনের প্রতারণার কেসে গ্রেপ্তার করেছিল। চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, খোঁজ নিয়ে দেখছে পুলিস। নিজস্ব চিত্র