বিদ্যুতের খুঁটি না সরায় তিনমাস বন্ধ ড্রেনের কাজ, সমস্যায় এলাকাবাসী
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সরেনি বিদ্যুতের খুঁটি। তাই মাসের পর মাস ধরে থমকে ড্রেন নির্মাণ। দীর্ঘদিন ধরে সেই ড্রেন খোলা পড়ে রয়েছে। যা বিপজ্জনক। রাস্তার সঙ্কীর্ণ অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। যা বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছে বিভিন্ন মহল। আরামবাগ শহরে উন্নয়নের কাজে পৃথক দপ্তরের মধ্যে সমন্বয় কি নেই? প্রশ্ন তুলেছে বিরোধীরা। জানা গিয়েছে, আরামবাগ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লিতে ভূগর্ভস্থ ড্রেন তৈরি করছে পুরসভা। সেটি বসন্তপুর মোড় সংলগ্ন অংশের মূল রাস্তার হাইড্রেনের সঙ্গে মিলিত হবে। শাখা ড্রেনের অধিকাংশ কাজ হয়ে গেলেও সংযোগস্থলে নির্মাণ থমকে গিয়েছে।
নাম প্রকাশের অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, পুরসভা আচমকাই কাজ বন্ধ করে দিয়েছে। ড্রেনটি খোলা পড়ে রয়েছে। আগে এক ব্যক্তি বুঝতে না পেরে ড্রেনের মধ্যে পড়ে যান। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। আবার কে কবে পড়ে যাবেন কে জানে! অবিলম্বে ড্রেনের খোলা অংশ ঢেকে দেওয়া উচিত।
সংশ্লিষ্ট ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রামপ্রসাদ দলুই বলেন, ওই ওয়ার্ডের বাসিন্দাদের জল জমার সমস্যা দূর করতে ড্রেন তৈরি হচ্ছিল। প্রায় দু’ বছর ধরে সেই কাজ হচ্ছে। বসন্তপুর মোড়ের কাছে সংযোগস্থলে বিদ্যুতের খুঁটি থাকায় সমস্যা দেখা দেয়। খুঁটি সরানোর জন্য বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু সেখান থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে কাজ থমকে রয়েছে। জানুয়ারি মাস নাগাদ বিদ্যুতের খুঁটি সরাতে আবেদন করা হয়। তারপর একাধিকবার তদ্বির করা হয়েছে। তবে আপাতত দুর্ঘটনা রুখতে ড্রেনের খোলা অংশ ঢেকে দিতে বলছি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ দপ্তরের আরামবাগ ডিভিশনের এক আধিকারিক বলেন, বিদ্যুতের খুঁটি সরানোর প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই কাজটি হয়ে যাবে।
আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি নেতা বিমান ঘোষ বলেন, পুরসভা ও বিদ্যুৎ দপ্তর উভয়েই রাজ্য সরকারের অধীনে। কিন্তু সরকারের কাজ করার কোনও সদিচ্ছা নেই। তাই উভয় দপ্তরের মধ্যে সমন্বয় নেই। ওই ওয়ার্ডের পাশাপাশি অন্যান্য এলাকার বাসিন্দারাও দীর্ঘদিন ধরে ভুগছেন।
যদিও আরামবাগ পুরসভার চেয়ারম্যান তৃণমূলের সমীর ভান্ডারী বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের পাশাপাশি আরামবাগেও নাগরিক পরিষেবায় নানা উন্নয়নমূলক কাজ চলছে। ৫ নম্বর ওয়ার্ডের ড্রেনের বিষয়টি বিদ্যুৎ দপ্তরের জেলাস্তরে জানিয়েছি। আশা করছি দ্রুত সাড়া পাওয়া যাবে।