জাহাজ মেরামতের কারখানা হবে! কোনও খবরই নেই প্রশাসনের কাছে
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুরে বেসরকারি উদ্যোগে নাকি জাহাজ মেরামতের কারখানা তৈরি হবে। সেকারণে রূপনারায়ণের তীরে থাকা একটি ইটভাটার বিস্তীর্ণ এলাকার পলি ও নদীখাতের মাটি কাটার কাজ চলছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই রূপনারায়ণের চর কেটে একটি বড় ‘ক্রুজ’ ঢোকানোরও চেষ্টা হয়েছে। ঘটনাটি শ্যামপুর ২ নম্বর ব্লকের ডিহিমণ্ডলঘাট ১ নম্বর পঞ্চায়েতের আমবেড়িয়া গ্রামের। স্থানীয় বাসিন্দাদের দাবি, রূপনারায়ণে যাতে জাহাজ ঢুকতে পারে, সেকারণে মাটি কেটে গভীরতা বাড়ানো হচ্ছে। তাঁদের আশঙ্কা, যেভাবে বাঁধের পাশ থেকে মাটি কাটা হচ্ছে, তাতে আগামী দিনে বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে।
জানা গিয়েছে, ইটভাটার মালিক শেখ রাশিদুল ইসলাম নিজের ভাটা বন্ধ করে সেখানে জাহাজ মেরামতির কারখানা গড়ার উদ্যোগ নিয়েছেন। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এই কারখানার বিষয়ে কিছুই জানে না। ডিহিমণ্ডলঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ বেরা বলেন, আমাদের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানার কথায়, এমন কারখানা তৈরির বিষয়টি আমাদের জানা নেই। আমরা তাও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে বিষয়টি জানিয়েছি। সেচদপ্তরের এক আধিকারিক জানান, কোনও নদীর পাড়ে কিছু করতে হলে আমাদের অনুমতি নিতে হয়। এখনও অবধি কেউ আমাদের কাছে অনুমতি চায়নি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল।
ইটভাটার মালিক শেখ রাশিদুল বলেন, সরকারকে রাজস্ব দিয়েই রূপনারায়ণ থেকে পলি ও মাটি কাটার কাজ হচ্ছে। পরবর্তীকালে ইটভাটা বন্ধ করে এখানে জাহাজ মেরামতের কারখানা তৈরি করব।
তাঁর কথায়, এখানে যে জাহাজ মেরামতের কারখানা তৈরি হবে, তা স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে প্রশাসনের অনেকেই জানেন। প্রয়োজনীয় কাগজপত্রও তাঁর কাছে আছে বলে দাবি করেন তিনি।