বন্দুক দেখিয়ে তাণ্ডবের অভিযোগ, ব্যবসায়ীর সঙ্গে বচসায় গাড়ি ভাঙচুর
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যাওয়া একদল যুবকের সঙ্গে আসানসোলের ব্যবসায়ীর বচসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ধুন্ধুমার বাধল হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের গরফা মোড়ে। উত্তেজিত যুবকের দল ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। জগাছা থানা ও হাওড়া সিটি পুলিসের বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে কোনা এক্সপ্রেসওয়ের কলকাতাগামী লেনে তীব্র যানজট তৈরি হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, হাওড়ার খেজুরতলা থেকে বেশ কিছু চারচাকা পণ্যবাহী গাড়িতে চেপে কয়েকশো বাসিন্দা এদিন দুপুরে পার্ক সার্কাসের ওয়াকফ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তায় গাড়িগুলির ভিড়ের মধ্যে যানজটে ব্যক্তিগত গাড়ি নিয়ে আটকে পড়েন আসানসোলের ব্যবসায়ী দিনেশ গড়াই। কলকাতায় ব্যবসা সংক্রান্ত কাজে যাচ্ছিলেন তিনি। গাড়িতে তাঁর সঙ্গে দুই নিরাপত্তারক্ষীও ছিল। পুলিস জানিয়েছে, নিরাপত্তা রক্ষীদের কাছে থাকা রিভলভার ও ওয়াকিটকি দেখে আচমকা উত্তেজিত হয়ে পড়ে একদল যুবক। মুহূর্তের মধ্যে তারা ব্যবসায়ীর গাড়িতে চড়াও হয়। ভাঙচুর করা হয় গাড়ির জানালার কাচ। গাড়ির বনেটের উপর লাফাতে শুরু করে তারা। এমনকী গাড়ির চালক ও একজন নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে অন্যান্যরাও।
পরিস্থিতি সামলাতে বিশাল বাহিনী নিয়ে ছুটে যান হাওড়া সিটি পুলিসের কর্তারা। সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘পুলিস সময়মতো গিয়ে ওই ব্যবসায়ী ও তাঁর নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ কাউকে গ্রেপ্তার করেনি পুলিস। আক্রমণকারীদের পাল্টা দাবি, ‘ব্যবসায়ীর নিরাপত্তারক্ষীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের গাড়িগুলিকে পাশ কাটাতে চাইছিল। তা নিয়েইে বচসা।’ যদিও মারধর বা গাড়ি ভাঙচুরের কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।