অম্রুত প্রকল্পের পাইপ বসানোর কাজ থমকে রাজপুর-সোনারপুর এলাকায়
বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভার রাস্তায় অম্রুত প্রকল্পের জলের পাইপ বসানোর কাজ প্রায় শেষ। কিন্তু এখনও পিডব্লুডি ও কেএমডিএর রাস্তায় হাত দেওয়া যায়নি। এই কাজ করতে গেলে দুই সংস্থার অনুমতি লাগবে। জানা গিয়েছে, কেএমডিএ তাদের রাস্তা খুঁড়ে পাইপ বসানোর ছাড়পত্র দিলেও পিডব্লুডি’র তা এখনও দেয়নি। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডল বলেন, পুরসভার প্রায় ১৪০০ কিলোমিটার রাস্তার মধ্যে ৯৫ শতাংশের কাজ শেষ। কেএমডিএ অনুমতি দিতেই কাজ শুরুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আশা করছি, এবার পিডব্লুডি’ও ছাড়পত্র দিয়ে দেবে। দুর্গাপুজোর মধ্যেই বাড়ি বাড়ি জল সরবরাহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েক বছর আগেই এই জলের প্রকল্প শুরু হয়েছিল রাজপুর সোনারপুর পুরসভায়। ওভারহেড ট্যাঙ্ক থেকে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের নির্মাণ শেষ। গার্ডেনরিচের ভূতঘাট থেকে চেতলা হয়ে মূল পাইপলাইন পুর এলাকায় ঢোকার কথা। কিন্তু মাঝে চেতলার ৫৫০ মিটার অংশে পাইপ বসানোর কাজ বিঘ্নিত হয়েছিল। সেখানে বসতি ও অন্যান্য কারণে বিলম্বিত হয় এই প্রকল্প। সেই সব জট কাটিয়ে এখন আর মাত্র ৫০ মিটার এলাকায় পাইপ বসানো বাকি রয়েছে। পুরসভা আশা করছে, এ মাসের মধ্যেই অবশিষ্ট কাজ শেষ হয়ে যাবে। কিন্তু পিডব্লুডির রাস্তায় কবে থেকে এই জলের পাইপ বসানো হবে, সেটা এখনও স্থির হয়নি। তবে কেএমডিএ এবং পিডব্লুডির রাস্তাগুলি যাতে বেশি ক্ষতি না হয়, সেটা মাথায় রেখেই খোঁড়াখুঁড়ি হবে বলে ঠিক হয়েছে। এই দুই সংস্থার প্রায় ৪৪ কিলোমিটার রাস্তায় পাইপ বসাতে হবে।
চেয়ারম্যান ইন কাউন্সিলের কথায়, রাস্তার একেবারে ধার দিয়ে পাইপলাইন বসানো হবে। মূল লক্ষ্য- রাস্তার ক্ষতি কমানো। কারণ এগুলি এই পুর এলাকার অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ রাস্তা। এই পাইপ বসানোর সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি কল ও জলের মিটার বসানোর কাজও শুরু করবে পুর কর্তৃপক্ষ। নিজস্ব চিত্র