• ১০০ দিনের কাজে বাংলার বকেয়া অর্থ কবে মিলবে?
    দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৫
  • ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে হওয়া মামলায় তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ১০০ দিনের প্রকল্পের কাজে বাংলার বকেয়া অর্থ কবে মিলবে? দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের চারটি জেলা থেকে উদ্ধার হওয়া টাকা দিয়ে কী করা হয়েছে? এই সকল প্রশ্নের উত্তর কেন্দ্রের কাছ থেকে রিপোর্ট আকারে চেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৫ মে এই মামলার শুনানি হবে। সেই দিনই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড, মৃত ব্যক্তির নামে জব কার্ড, অসত্য তথ্য দিয়ে জব কার্ড তৈরি করে কেন্দ্রের কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মামলায় তদন্তের জন্য হাইকোর্ট ৪ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল। এই কমিটির নেতৃত্বে রয়েছেন একজন নোডাল অফিসার। পাশাপাশি রয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা।
    এই কমিটি কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করে জানিয়েছে, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠতেই রাজ্যে এসেছিল কেন্দ্রীয় দল। সেই দল জানিয়েছিল, হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ এবং দার্জিলিং– এই চার জেলায় সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। এই চারটি জেলা থেকে মোট ২ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে অন্য ব্যক্তিদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছিল। এই মামলায় সিবিআই তদন্তের আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিচারপতিরা।

    এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছ থেকে জানতে চায়, রাজ্যের ওই চার জেলা বাদে অন্যত্র ১০০ দিনের কাজ শুরু করা যাবে কি না। বাকি জায়গায় কাজ শুরু হলে কেন্দ্র কি ফান্ড দেওয়া শুরু করবে? কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন, মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। তারমধ্যে ২ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া টাকা প্রকৃত উপভোক্তাদের দেওয়া যায় কি না সেই বিষয়ও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। রাজ্য প্রশাসনের দাবি, উদ্ধার হওয়া টাকা কেন্দ্রের অ্যাকাউন্টেই আবার ফেরত পাঠানো হয়েছে।

    এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গের মানুষ যাতে ১০০ দিনের প্রকল্পের সুবিধা পান সেই বিষয়টি কেন্দ্রকে নিশ্চিত করতে হবে। আইন অনুযায়ী রাজ্যকে তাদের বকেয়া দিতে হবে। কবে সেই টাকা দেওয়া হবে তা–ও জানতে চাওয়া হয়। ১৫ মে মামলার পরবর্তী শুনানির দিন এ বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট দিতে বলেছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপ্যাধায় দাসের ডিভিশন বেঞ্চ।

    উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ২০২২ সাল থেকে রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই কারণে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে প্রকল্পের কাজ। পাশাপাশি রাজ্যের কাছ থেকে ডিভিশন বেঞ্চ জানতে চায়, পরবর্তী শুনানির দিন জানাতে হবে জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা দেওয়া হবে না কেন? মামলায় রাজ্যকে পার্টি হিসেবে যুক্ত করার জন্য এ দিন আদালতে আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)