• ‘হাত সাবান দিয়ে ধুয়ে আসুন’! নিয়োগ দুর্নীতিতে ইডির সাক্ষীকে বললেন বিচারক
    এই সময় | ১১ এপ্রিল ২০২৫
  • এই সময়: নিয়োগ দুর্নীতির ইডির মামলায় সাক্ষীর হাতের তালুতে হিন্দিতে লেখা উত্তর! যা দেখে হতবাক বিচারক। তিনি বলেন, ‘সাবান দিয়ে হাত ধুয়ে আসুন।’ ইডির আইনজীবীদেরও সর্তক করলেন বিচার ভবনের ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা।

    বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সাক্ষ্যগ্রহণ পর্ব চলছিল। সাক্ষ্য দিতে এসেছিলেন একটি অভিযুক্ত কোম্পানির ডিরেক্টর। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী প্রথমে সাক্ষীকে কিছু প্রশ্ন করেন। তখন দেখেন অভিযুক্ত বাঁ’হাতের তালু দেখে উত্তর দিচ্ছেন। আইনজীবী সরাসরি বিষয়টি আদালতকে জানান। বিচারক সাক্ষীকে হাত দেখাতে বলেন। দেখা যায় বাঁ’হাতের তালুতে হিন্দিতে লেখা রয়েছে কিছু উত্তর। সঙ্গে সঙ্গে বিচারক কোর্টের নিরাপত্তারক্ষীদের দিয়ে সাক্ষীকে বাইরে পাঠান। সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আসতে বলেন।

    বিচারক এ বিষয়ে ইডির আইনজীবীদের সর্তক করেন। যাঁকে সাক্ষী হিসেবে আদালতে পেশ করা হচ্ছে তাঁকে ভালো করে দেখে সাক্ষ্যর জন্য পাঠানো উচিত বলে জানান বিচারক। পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী এরপর একাধিক প্রশ্ন করেন সাক্ষীকে। সাক্ষী জানান, অভিযুক্ত কোম্পানিতে তিনি কী ভাবে ডিরেক্টর হয়েছেন তা তাঁর জানা নেই। কর্তৃপক্ষের তরফে কাগজে সই করতে বলা হয়েছিল, তিনি করেছিলেন। এই মামলায় অন্য দু’জনের সাক্ষ্যগ্রহণ হবে ১৩ এবং ১৯ মে।

  • Link to this news (এই সময়)