• সংশোধিক ওয়াকফ আইন কার্যকর হবে না রাজ্যে: ববি
    এই সময় | ১১ এপ্রিল ২০২৫
  • এই সময়: বাংলায় সংশোধিত ওয়াকফ আইন কার্যকর হবে না বলে দাবি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কে‍ন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে ওয়াকফ সংশোধিত আইন তৈরি করেছে, তা সংবিধানে উল্লেখিত সংখ্যালঘুদের অধিকারের বিরোধী বলে মনে করছেন পোড়খাওয়া এই তৃণমূল নেতা। মোদী সরকারের এই সংশোধিত আইনের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন চালিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

    ফিরহাদ বৃহস্পতিবার বলেন, ‘এই রাজ্যে ওয়াকফ আইন কার্যকর হবে না।’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুধবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, সংখ্যালঘুদের সম্পত্তি তিনি রক্ষা করবেন। ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি করতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। তবে রাজ্য সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করা হবে না––এমন নির্দিষ্ট বিবৃতি দেননি মমতা।

    তবে ফিরহাদ এ দিন বুঝিয়ে দিয়েছেন এ রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন লাগু করতে তৃণমূল সরকার উদ্যোগী হবে না। ফিরহাদের এই মন্তব্য নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল সরকার কোর্টকে মানে না। দেশের সংবিধান মানতে চায় না। সংসদে পাশ হওয়া আইন মানতে চায় না। রাষ্ট্রপতি যে আইনে সম্মতি দিয়েছেন, সেটাও ওরা মানতে চাইছে না। বুঝতে পারছে না রাজ্যের মানুষও ওদের মানবে না।’

    সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে এ দিন ধর্মতলায় কয়েকটি সংগঠনের কর্মসূচি ছিল। ধর্মতলার জমায়েতে আসার পথে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ সূত্রের খবর, আসানসোলের এক ব্যবসায়ী গাড়িতে করে কলকাতায় আসছিলেন। তাঁর সঙ্গে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী ছিলেন। সেই সময়ে ধর্মতলামুখী জনতাও একটি গাড়িতে আসছিলেন। কোনা এক্সপ্রেসওয়েতে ওভারটেক করা নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয়। ওই দুই নিরাপত্তারক্ষী বন্দুক উঁচিয়ে ভয় দেখান বলে অভিযোগ। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

    এ দিকে, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রি কোর্টে পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমি ব্যক্তিগত ভাবে একটি পিটিশন দাখিল করতে চলেছি। যাঁরা এর বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁদের বলছি, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুন।’ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইতিমধ্যেই এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন।

  • Link to this news (এই সময়)