• Breaking News Live: হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু
    এই সময় | ১১ এপ্রিল ২০২৫
  • হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়ি পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকার ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলছেন তিনি। মোথাবাড়িতে পারমানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার।

    ১৮ দিনের NIA হেফাজতে রয়েছেন মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানা। তাহাউর আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণের পর মার্কিন বিচার বিভাগ একটি বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে লেখা রয়েছে, ‘২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলায় তাহাউর রানার ভূমিকার সাথে সম্পর্কিত ১০টি ফৌজদারি অভিযোগে ভারতে বিচারের জন্য বুধবার তাঁকে আমেরিকা হস্তান্তর করেছে। রানাকে প্রত্যর্পণ এই হামলায় নিহত ছয় আমেরিকান এবং আরও অনেকের জন্য ন্যায়বিচার দাবির দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৯ এপ্রিল, মার্কিন মার্শাল সার্ভিস রানাকে ভারতে প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে সচিবের আত্মসমর্পণ পরোয়ানা কার্যকর করেছে।’

    মধ্যপ্রদেশের ধরের পিথমপুর শিল্প এলাকায় মধ্যরাতে একটি পাইপ কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের গাড়ি পৌঁছেছে। জানা গিয়েছে, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পিথমপুরের এসডিএম প্রমোদ সিং গুর্জর বলেন, ‘ঘটনাস্থলে দমকলের গাড়ি পৌঁছেছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। মধ্যরাতে এখানে আগুন লেগেছে।’

    ফের ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। রিখটার স্কেলে মাত্রা ৪.১। এর আগে ২৮ মার্চ শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিয়ানমার। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৭.৭। সে সময় মার্কিন ভূবিজ্ঞানী জানিয়েছিলেন, সেই ভূমিকম্পের ভয়াবহতা ছিল ৩০০টি পরমাণু বোমার সমান। ধ্বংসাবশেষে পরিণত হওয়া মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল প্রায় ৩০০০ জন। আর আহত হয়েছিলেন প্রায় ৪,৫০০ জনেরও বেশি মানুষ।

    প্রবল ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে লন্ডভন্ড পরিস্থিতি উত্তরপ্রদেশ ও বিহারে। মৃত্যু হয়েছে ৮০ জনের। গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে নালন্দাতেই মৃত ২২। উত্তরপ্রদেশে প্রাকৃতিক দুর্যোগের বলি আরও ২২। মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    আইপিএলে আজ দু’দলই নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে। শুক্রবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে কেকেআর। তবে আজ কোন দল ফের নিজেদের সেরাটা দিয়ে ঘুরে দাঁড়াবে এখন সেটাই দেখার।

    এক দিনে অনেকটা বাড়ল সোনার দাম। রুপোর দামও চড়েছে। দেখে নিন শুক্রবার কোন দরে সোনা ও রুপোর কেনা-বেচা হবে কলকাতার বাজারে। বিস্তারিত:

    বৃহস্পতিবার রাতে জয়নগরে ইলেকট্রিক শকে মৃত্যু হলো এক ব্যক্তির। জয়নগরের গঞ্জের বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জুলফিকার শেখ। ফেরার সময় নিজের গ্রামের রাস্তায় ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয় তাঁর। মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

    উত্তরপ্রদেশে বৃহস্পতিবারের ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ২২ জন মারা গিয়েছেন। নষ্ট হয়েছে কয়েকশো একর জমির ফসল। প্রশাসন সূত্রের খবর, রাজ্যের ৫০টি জেলায় প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। ফতেপুর-আজমগড়, ফিরোজাবাদ, জৌনপুর, কানপুর, সীতাপুর, গাজিপুর-সহ বহু জায়গা থেকে বজ্রপাতে মৃত্যুর খবর মিলেছে। ৪৫টি গবাদি পশুও মারা গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

    ১৮ দিনের NIA হেফাজতে থাকবে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানা। কী ভাবে ২০০৮ সালের ভয়াবহ জঙ্গি হামলার ছক কষেছিল সে, পুঙ্খানুপুঙ্খ তথ্য বের করতে লাগাতার জেরা করবেন NIA তদন্তকারীরা।

    শুক্রবার দুপুরে এসএসসি দফতর অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবারের মিছিলের পর আজ দুপুর ১২টা নাগাদ সল্টলেকে করুণাময়ী চত্বর থেকে এসএসসি দফতর অবধি অভিযান রয়েছে চাকরিহারাদের। সেই অভিযানের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে চাকরিহারাদের। আজ দুপুর ২টো নাগাদ বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সেই বৈঠক রয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও অন্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন।

  • Link to this news (এই সময়)